নিজস্ব সংবাদদাতা ১১অক্টোবর ২০২০ জলপাইগুড়ি:একটি ভয়াবহ পথ দূর্ঘটনায় ৫ ব্যাক্তির আহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে আজ সকালে শিলিগুড়ি সংলগ্ন লক্ষ্মিজোত এলাকার ফুলবাড়ি ক্যানেল রাস্তায়। জানা গিয়েছে একটি ডাম্পারের সাথে একটি দুধের গাড়ি ও একটি অক্সিজেন সিলিন্ডারের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় দুমড়ে মুচরে গিয়েছে একটি গাড়ি৷ অন্য গাড়িটি ছিটকে পড়ে যায় রাস্তার পাশের জমিতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এক ব্যাক্তি গাড়িতে আটকে পড়ে। তাকে উদ্ধার করতে খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে আটকে পড়া ব্যাক্তিকে উদ্ধার করে। স্থানীয় পুলিশ প্রশাসন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে পাঁচজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।গাড়িগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউজলপাইগুড়ি থানার পুলিশ।