ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত এক আহত এক

ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত এক আহত এক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

জন্মদিনের নেমতন্ন খেয়ে বাড়ি ফেরার পথে ভুটান সীমান্ত দলসিংপাড়া জি এস টি পুলিশ ক‍্যাম্প সংলগ্ন এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত এক আহত এক জন। মৃতদেহ সোমবার ময়নাতদন্তের জন‍্য পাঠালো কালচিনি পুলিশ ।

 

গতকাল রাতে জয়ঁগা এলাকার ছাত্র প্রতিক দাস (১৮) ও তার মেশো সঞ্জয় নাগ দলসিংপাড়া এসেছিল প্রতিকের এক বন্ধুর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে তারপর রাতে স্কুটিতে করে প্রতিক ও তার মেশো জয়ঁগায় তাদের বাড়ি ফিরছিল দলসিংপাড়া জি এস টি সংলগ্ন এলাকায় ভুটান গামী এশিয়ান হাইওয়েতে একটি পিকআপ গাড়ি তাদের স্কুটির পিছনে ধাক্কা দেয় এই ঘটনায় স্কুটিতে থাকা দুজন ছিটকে পড়ে যায় এবং পিক আপ টি পালটে তাদের উপরে পড়ে যায় এই ঘটনায় দুজন মারাত্মক ভাবে জখম হয়। জয়ঁগা পুলিশ দুজনকে উদ্ধার করে লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে আসে ।

 

কর্তব্যরত চিকিৎসকরা প্রতিক কে মৃত বলে ঘোষণা করে । আর সঞ্জয় নাখ আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে কোচবিহারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । কালচিনি পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে মৃতদেহ মঙ্গলবার ময়নাতদন্তের জন‍্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুন – সাংবাদিক বৈঠকে, মমতা – মোদী কে এক যোগে আক্রমন অধীর চৌধুরীর

উল্লেখ্য, জন্মদিনের নেমতন্ন খেয়ে বাড়ি ফেরার পথে ভুটান সীমান্ত দলসিংপাড়া জি এস টি পুলিশ ক‍্যাম্প সংলগ্ন এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত এক আহত এক জন। মৃতদেহ সোমবার ময়নাতদন্তের জন‍্য পাঠালো কালচিনি পুলিশ । গতকাল রাতে জয়ঁগা এলাকার ছাত্র প্রতিক দাস (১৮) ও তার মেশো সঞ্জয় নাগ দলসিংপাড়া এসেছিল প্রতিকের এক বন্ধুর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে তারপর রাতে স্কুটিতে করে প্রতিক ও তার মেশো জয়ঁগায় তাদের বাড়ি ফিরছিল দলসিংপাড়া জি এস টি সংলগ্ন এলাকায় ভুটান গামী এশিয়ান হাইওয়েতে একটি পিকআপ গাড়ি তাদের স্কুটির পিছনে ধাক্কা দেয় এই ঘটনায় স্কুটিতে থাকা দুজন ছিটকে পড়ে যায় এবং পিক আপ টি পালটে তাদের উপরে পড়ে যায় এই ঘটনায় দুজন মারাত্মক ভাবে জখম হয়।

 

জয়ঁগা পুলিশ দুজনকে উদ্ধার করে লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে আসে । কর্তব্যরত চিকিৎসকরা প্রতিক কে মৃত বলে ঘোষণা করে । আর সঞ্জয় নাখ আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে কোচবিহারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । কালচিনি পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে মৃতদেহ মঙ্গলবার ময়নাতদন্তের জন‍্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top