ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার ভুয়ো সাংবাদিক। ফুড অফিসারের নাম করে এক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার হল এক ভুয়ো সাংবাদিক৷ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিস জানিয়েছে,ধৃত যুবকের নাম অমিত সরকার।শুক্রবার রাত দশটা নাগাদ তাকে দিনবাজার এলাকা থেকে পাকড়াও করে ফালাকাটা থানার পুলিশ। ফালাকাটা শহরের মিলরোডের বাসিন্দা ওই যুবক নিজেকে একটি পোর্টালের সাংবাদিক বলে দাবি করেছেন।তার কাছ থেকে একটি প্রেস কার্ডও উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফালাকাটা সারদানন্দ পল্লীর বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম রাজু সাহা৷তিনি ময়দা,বেসন প্রভৃতি সামগ্রীর প্যাকেটিং এর ব্যবসা করেন৷ওই ব্যাবসায়ীর অভিযোগ,অমিত সরকার ও বিব্রত গোপ নামে দুজন তাকে ফুড অফিসার ম্যাডামের নাম করে ফোন করে। বলা হয় ফুড লাইসেন্স ছাড়া তার ব্যবসা অবৈধ৷পরে তার বাড়িতেও যায় তারা। মামলায় জড়ানো ও পোর্টালে খবর প্রকাশের ভয় দেখিয়ে ৭০০০০ হাজার টাকা দাবি করা হয়৷ তাদের খপ্পরে পড়ে ১০০০০ টাকা দিয়েও দেন তিনি৷ এর পর গতকাল রাতে শহরের দিনবাজারে বাকী ৬০০০০ টাকা নিতে এলে অমিত সরকার নামে ওই যুববকে আটকে রাখা হয়৷পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়৷
ফালাকাটা থানার পুলিশ জানিয়েছে,ঘটনায় দুজনের বিরূদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে৷ একজনকে গ্রেপ্তার করে শনিবার আদালতে পাঠানো হয়েছে৷ তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে আনা হচ্ছে৷ ওই চক্রে আরো কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে৷
আরও পড়ুন – নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে সুখবর
উল্লেখ্য, ফুড অফিসারের নাম করে এক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার হল এক ভুয়ো সাংবাদিক৷ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিস জানিয়েছে,ধৃত যুবকের নাম অমিত সরকার।শুক্রবার রাত দশটা নাগাদ তাকে দিনবাজার এলাকা থেকে পাকড়াও করে ফালাকাটা থানার পুলিশ। ফালাকাটা শহরের মিলরোডের বাসিন্দা ওই যুবক নিজেকে একটি পোর্টালের সাংবাদিক বলে দাবি করেছেন।তার কাছ থেকে একটি প্রেস কার্ডও উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফালাকাটা সারদানন্দ পল্লীর বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম রাজু সাহা৷তিনি ময়দা,বেসন প্রভৃতি সামগ্রীর প্যাকেটিং এর ব্যবসা করেন৷ওই ব্যাবসায়ীর অভিযোগ,অমিত সরকার ও বিব্রত গোপ নামে দুজন তাকে ফুড অফিসার ম্যাডামের নাম করে ফোন করে। বলা হয় ফুড লাইসেন্স ছাড়া তার ব্যবসা অবৈধ৷পরে তার বাড়িতেও যায় তারা। মামলায় জড়ানো ও পোর্টালে খবর প্রকাশের ভয় দেখিয়ে ৭০০০০ হাজার টাকা দাবি করা হয়৷ তাদের খপ্পরে পড়ে ১০০০০ টাকা দিয়েও দেন তিনি৷