নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর ১৪জানুয়ারি ২০২১ : বৃহস্পতিবার মকর সংক্রান্তি উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রূপনারায়ন নদীর ঘাটে পুণ্যস্নানে জমজমাট লক্ষ্য করা গেল।এদিন কোলাঘাটের গৌরাঙ্গ ঘাট,কাঠচাড়া ঘাট, কালীমন্দির ঘাটে জমজমাট ভিড় লক্ষ্য করা গেল।
কথিত আছে মকর সংক্রান্তি উপলক্ষে পুণ্যস্নানের পর নতুন জামাকাপড় পড়ে পুজো অর্চনার মধ্য দিয়ে মকর সংক্রান্তি উৎসবে শামিল হয় বহু মানুষ,তবে এই পূণ্যস্নান কে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সজাগ ছিল পুলিশ প্রশাসন, ভোর থাকতে কোলাঘাটের রূপনারায়ন নদীর ঘাট গুলিতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী, পাশাপাশি এই পুণ্যস্নান উপলক্ষে দেখা গিয়েছে মন্দিরেও যথেষ্ট ভিড়।
আরও পড়ুন….বাগবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে গৃহহীনদের আশ্বস্থ করলেন মুখ্যমন্ত্রী