নদিয়ার, চাপড়ার ভারত বাংলাদেশ সীমান্ত গোঙরা গ্রামে, মৃত ব্যক্তির নাম সিরাজুল খান, জানাজায়, গোঙরা পঞ্চায়েত এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠী প্রার্থী পদ নিয়ে বচসা শুরু হয়েছিলো পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই সিরাজুল খানের সাথে, বচসা টা মূলত দুই পরিবারের মধ্যে,আজ সেই বচসা চরম আকার ধারণ করে, এই পঞ্চায়েত এখনো বোর্ড গঠন হয়নি হ্যাং হয়ে আছে, আজ যখন সিরাজুল খান নামাজ পড়তে যাচ্ছিল সেই সময় আবার বচসা হয় সেই বচসা হলে সিরাজুলের পরিবার বাধা দিতে আসে, অপর পরিবার ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে সিরাজুলের শরীরে ধারালো অস্ত্রের আঘাত লাগলে ঘটনা স্থলেই মারা যায় সিরাজুল, আহত হয় বেশ কয়েকজন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, আহত নিহত সবাই কও চাপড়া হসপিটালে নিয়ে যাবার ব্যবস্তা করছে
মক্তবে নামাজ পড়তে যাবার সময় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত এক ব্যক্তি ,আহত চার
মক্তবে নামাজ পড়তে যাবার সময় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত এক ব্যক্তি ,আহত চার
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram