মগবাজার বিস্ফোরণ এর তদন্ত করতে কমিটি গড়ল বাংলাদেশ সরকার

মগবাজার বিস্ফোরণ এর তদন্ত করতে কমিটি গড়ল বাংলাদেশ সরকার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৯ জুন ২০২১ : সোমবার ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল ঢাকার মগবাজার এলাকায়। বিস্ফোরণের কারণে প্রাণ হারিয়েছেন ৭ জন । আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। বিস্ফোরণের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তাই সেই কারণ খুঁজে বের করতে ৫ সদস্যের তদন্ত কমিটি গড়েছে বাংলাদেশের সরকার। ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবে এই কমিটি।এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। ঢাকা পুলিশ সূত্রে খবর, ৫ সদস্যের ওই তদন্ত কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্মেল জিল্লু রহমান।

এ ক্ষেত্রে একাংশের ধারণা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়েছে, আবার একাংশ বলছেন ট্রান্সফরমারেও বিস্ফোরণ হয়ে থাকতে পারে। অন্যদিকে এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না নাশকতার ছক। তবে বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা জানিয়েছে, বৈদ্যুতিক কোনও কারণে বিস্ফোরণ হয়নি। পুলিশের আইজিপি অবশ্য নাশকতার বিষয়ে শঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভিতরে এখনও মিথেন গ্যাসের গন্ধ রয়েছে।তবে সম্পূর্ণ বিষয়ে তদন্তের পরই জানা যাবে বলে জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top