পুরাতন মালদা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ী কোর্ট স্টেশনে বাড়ির উঠানে একটি কাঁঠাল গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় এক যুবতীর। জানা যায় ওই যুবতীর নাম সীমা হালদার । তার পরিবার সূত্রে জানা যায় সে দীর্ঘদিন ধরে স্নায়ু রোগে ভুগছিল । সে সবসময় অসুস্থ থাকতো তার কারণে মানসিক অবসাদে ভুগছিল।সোমবার ভোর বেলা বাড়ির লোকজন বাইরে বেরোলে কাঁঠাল গাছে ওই যুবতীর মৃতদেহ দেখতে পায় সঙ্গে সঙ্গে তাকে গাছ থেকে নামিয়ে মালদা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।
ওই মৃত যুবতীর দিদি মালিন হালদার জানায় যে অসুস্থতার জন্য তার বোনের তারা বিয়ে দিতে পারেনি তাই তারা একসাথে থাকত এবং খাওয়া-দাওয়া তার দাদার বাড়িতে করত কিন্তু সে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সে কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে। মৃত দেহ ময়না তদ্ন্তে পাঠিয়েছে মালদা থানার পুলিস ।