মঙ্গলবার রাতে সুন্দরবনের মাতলা নদীতে কুলতলী থানার পুলিশ যখন নাকা তল্লাশি চালাচ্ছিল ঠিক সেই সময় একটি ট্রলারের গতিবিধি পুলিশের সন্দেহজনক মনে হওয়ায় সাথে সাথে ট্রলার টিকে ঘিরে ফেলে তারা। পুলিশ বুঝতে পেরে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয় তারা। এরপর ট্রলার থেকে ১৭ জন জলদস্যুকে গ্রেফতার করে পুলিশ, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ধৃতদের প্রত্যেকেরই বাড়ি বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে। তবে সীমানা ছাড়িয়ে নদীপথে এভাবে তাদের ঘোরার উদ্দেশ্য কি তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি কোন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃত ১৭জনকে আজ বারুইপুর আদালতে তোলা হবে।