২৬ শে জুন ছিল আন্তর্জাতিক মাদক বিরোধী ও পাচার বিরোধী দিবস।মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে প্রতিটি থানার ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হল দিনটি।মঙ্গলবার হরিহরপাড়া থানার ব্যবস্থাপনায় জিতারপুর হাইস্কুলে অনুষ্ঠিত হল সচেতনতা শিবির। উপস্থিত ছিলেন বিডিও পুর্নেন্দু সান্যাল,জয়েন্ট বিডিও উদয় কুমার পালিত, ওসি কার্তিক মাজি,সিডিপিও অশোক মজুমদার, বিএমওএইচ ডাঃ আজিজুল লস্কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ।এদিন মাদক ও পাচার রুখতে প্রতিজ্ঞা বদ্ধ হন উপস্থিত ছাত্রছাত্রী থেকে সকলেই।