আগামী বুধবার মঙ্গলাহাট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে হাওড়া জেলা প্রশাসন

আগামী বুধবার মঙ্গলাহাট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে হাওড়া জেলা প্রশাসন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মঙ্গলাহাট

আগামী বুধবার মঙ্গলাহাট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে হাওড়া জেলা প্রশাসন।  হাওড়ার মঙ্গলাহাট নিয়ে বুধবার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবে হাওড়া জেলা প্রশাসন। সোমবার মঙ্গলাহাটের ব্যবসায়ীদের আলোচনা হয় হাওড়ার শরৎ সদন হলে। আপাততঃ মঙ্গলবার হাট বন্ধ থাকবে। পরবর্তী সিদ্ধান্ত বুধবার জানানো হবে। সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকে যদি হাট খোলা হয় সেক্ষেত্রে কি কি নিয়ম মেনে মঙ্গলাহাট খুলবে তা বুধবারেই জানানো হতে পারে। এদিন শরৎ সদনে হাটের ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী, ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী, দেবাংশু দাস, প্রশাসকমন্ডলীর সদস্য রিয়াজ আহমেদ, হাওড়া পৌর নিগমের কমিশনার ধবল জৈন, হাওড়া থানার আইসি, জেলাশাসকের প্রতিনিধি সহ প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রাই।

 

এদিনের বৈঠক প্রসঙ্গে ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, সোমবার দুপুরে হাওড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং হাওড়া পুরনিগমের আধিকারিকদের সঙ্গে মঙ্গলাহাট সংগঠনের প্রায় পঞ্চাশ জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এই সপ্তাহে হাট বন্ধ থাকবে। হাট সংগঠনের প্রতিনিধিদের অনুরোধ জানানো হয়েছে তারা কি চান সেই সম্বলিত একটি লিখিত প্রতিলিপি দেওয়ার জন্য। বুধবারের মধ্যে সেই প্রতিলিপি দেওয়ার কথা বলা হয়েছে। এরপর বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে পরের সপ্তাহে হাট খোলা হবে কিনা এবং যদি খোলা হয় তাহলে কি কি বিধি মেনে হাট খুলতে হবে।

 

আর ওপড়ুন      স্ত্রী সুজাতার সঙ্গে এবার পাকাপাকি সম্পর্কে ইতি টানতে চলেছেন সৌমিত্র খাঁ

 

এদিনের বৈঠকে হাট সংগঠনের কাছে কিছু বিধি নিয়মের কথা বলা হয়েছে। যেমন ডবল ভ্যাকসিন নিতে হবে। আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট এর কথা বলা হয়েছে। বিশেষ করে স্যানিটাইজার কিটের ব্যবস্থা করতে হবে। এদিকে, মঙ্গলাহাট ব্যবসায়ীদের লাগাতার বিক্ষোভ প্রসঙ্গে সুজয়বাবু জানান, হাট বন্ধের ব্যাপারে ব্যবসায়ীদের জানানো হয়েছিল। তবে হাট ব্যবসায়ীদের প্রায় ২৫টি সংগঠনের সকলকে জানানো সম্ভব নয়। সেইজন্য এদিন উপস্থিত সংগঠনের প্রতিনিধিদের অনুরোধ করা হয়েছে তাদের মধ্যে একজনকে নোডাল পার্সন হিসেবে ঠিক করতে যাতে প্রশাসনের বার্তা সব সংগঠনের কাছে একসঙ্গে পৌঁছাতে পারে। এতে প্রয়োজন হলে তাদের ডেকে নেওয়া যেতে পারে। এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে।

 

সেই কারণে অনেকের কাছেই তাদের সেই বার্তা পৌঁছায়নি। উল্লেখ্য, প্রশাসনের নির্দেশ অমান্য করেই সোমবার সকালে হাওড়ায় বসে মঙ্গলাহাট। পরে পুলিশ গিয়ে হাট উঠিয়ে দেয়। প্রশাসনের তরফে আগেই নির্দেশ ছিল চলতি সপ্তাহে করোনা পরিস্থিতিতে বসবে না হাওড়ার মঙ্গলাহাট। কিন্তু সোমবার প্রথম দিনেই প্রশাসনিক নির্দেশ অমান্য করে ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসে পড়েন মঙ্গলাহাটে। খবর পেয়েই ছুটে আসে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই হাওড়া থানার পুলিশ এসে হাটের ব্যবসায়ীদের সেখান থেকে উঠিয়ে দেয়। এরপর এদিন দুপুরে হাটের ব্যবসায়ীদের নিয়ে পুরসভা, পুলিশ ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top