শর্তসাপেক্ষে এশিয়ার অন্যতম বৃহৎ মঙ্গলাহাট খুললেও, প্রথম দিনে সেভাবে দেখা মিলনা খদ্দেরের । করোনা সংক্রমণ লাগামছাড়া হওয়ায় গত সপ্তাহে হাওড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল হাওড়ার মঙ্গলা হাট । তবে এক প্রকার ব্যবসায়ীদের চাপে আজ রবিবার থেকে আবারো শুরু হলো মঙ্গলা হাটে বেচাকেনা । তবে হাওড়া প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু শর্তসাপেক্ষে খোলার অনুমতি দেওয়া হয়েছে মঙ্গলা হাটকে ।
১) ক্রেতা ও বিক্রেতা সকলেই মাক্স ব্যবহার ও স্যানিটেশন করতে হবে।
২) সকলে তা ব্যবহার করছে কিনা তা লক্ষ্য রাখার দায়িত্ব মঙ্গলা হাট কর্তৃপক্ষর।
৩) মঙ্গলা হাট চট্টরে মাইকিং, পোস্টারিং এর ব্যবস্থা করাতে হবে ।
৪) প্রতিদিন মার্কেট চত্বর পুরোপুরি স্যানিটেশন করতে হবে। ইত্যাদি
রবি, সোম, মঙ্গল এই তিন দিন দূর দূরান্ত থেকে ব্যবসা করতে আসেন ছোট-বড় প্রায় লক্ষাধিক মানুষ । রবিবার মূলত পাইকারি ব্যবসায়ীরা আসেন মঙ্গলা হাটে । আর মঙ্গলবার হয় খুচরো ব্যবসা । সেদিন মানুষের ভিড় আরো বেশি হয় ।
গত বছরের ন্যায় এবারও হার্ট বন্ধ করে দেওয়া হলে চরম আর্থিক সংকটে পড়বে দশ লক্ষেরও অধিক মানুষ । তাই ব্যবসায়ীরা চাইছেন শর্তসাপেক্ষে যেন খোলা থাকে এশিয়ার সর্ববৃহৎ এই হাট । তবে দেখার এই পরিস্থিতিতে কতটা নজরদারি চালানো সম্ভব অথবা আদৌ নজরদারি রাখা সম্ভব কিনা সেটাই দেখার ।
আর ও পড়ুন নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার মায়ের প্রেমিককে গ্রেফতার করল পুলিশ
উল্লেখ্য, শর্তসাপেক্ষে এশিয়ার অন্যতম বৃহৎ মঙ্গলাহাট খুললেও, প্রথম দিনে সেভাবে দেখা মিলনা খদ্দেরের । করোনা সংক্রমণ লাগামছাড়া হওয়ায় গত সপ্তাহে হাওড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল হাওড়ার মঙ্গলা হাট । তবে এক প্রকার ব্যবসায়ীদের চাপে আজ রবিবার থেকে আবারো শুরু হলো মঙ্গলা হাটে বেচাকেনা । তবে হাওড়া প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু শর্তসাপেক্ষে খোলার অনুমতি দেওয়া হয়েছে মঙ্গলা হাটকে । রবি, সোম, মঙ্গল এই তিন দিন দূর দূরান্ত থেকে ব্যবসা করতে আসেন ছোট-বড় প্রায় লক্ষাধিক মানুষ ।
রবিবার মূলত পাইকারি ব্যবসায়ীরা আসেন মঙ্গলা হাটে । আর মঙ্গলবার হয় খুচরো ব্যবসা । সেদিন মানুষের ভিড় আরো বেশি হয় । গত বছরের ন্যায় এবারও হার্ট বন্ধ করে দেওয়া হলে চরম আর্থিক সংকটে পড়বে দশ লক্ষেরও অধিক মানুষ । তাই ব্যবসায়ীরা চাইছেন শর্তসাপেক্ষে যেন খোলা থাকে এশিয়ার সর্ববৃহৎ এই হাট । তবে দেখার এই পরিস্থিতিতে কতটা নজরদারি চালানো সম্ভব অথবা আদৌ নজরদারি রাখা সম্ভব কিনা সেটাই দেখার ।