মঙ্গলের মাটিতে ভূমিকম্প হয়েছে টানা দেড় ঘণ্টা !

মঙ্গলের মাটিতে ভূমিকম্প হয়েছে টানা দেড় ঘণ্টা !

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মঙ্গলের

মঙ্গলের মাটিতে ভূমিকম্প হয়েছে টানা দেড় ঘণ্টা !  মঙ্গল গ্রহে তিনটি বড় রকমের  ভূমিকম্পের ঘটনা ঘটেছে। মঙ্গল গ্রহ নিয়ে দীর্ঘদিন কাজ করা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ যান ইনসাইট এই  তথ্য জানিয়েছে। বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, পৃথিবীতেয যেখানে  কয়েক মিনিটের কম্পন নয়, সেখানে দাঁড়িয়ে মঙ্গলের মাটিতে ভূমিকম্প হয়েছে টানা দেড় ঘণ্টা।

 

উল্লেখ্য,   এর আগে গত ২৫ আগস্ট মঙ্গল গ্রহে দ দুটি ভূমিকম্প হয়।যে ভুমিকম্প দুটির  তীব্রতা ছিল যথাক্রমে  ৪ দশমিক ২ এবং ৪ দশমিক ১ ম্যাগনিটিউড। কিন্তু সেগুলো এতক্ষণ স্থায়ী হয়নি।

 

আর ও  পড়ুন    শুটিং ফ্লোরে শুভশ্রীর সঙ্গে এবার উপস্থিত থাকবে কে?

 

জানা গিয়েছে, , ২০১৯ সালে সবচেয়ে বড় ভূমিকম্প হয় মঙ্গলগ্রহে।  যার মাত্রা ছিল ৩.৭ রিখটার স্কেল। তবে এই ভূমিকম্পটি তার চেয়ে ৫ গুন শক্তিশালী। এবারের ভূমিকম্প  প্রায় দেড় ঘন্টা স্থায়ো হয় বলে জানা গিয়েছে। যা পৃথিবীর বুকে ঘটলে পৃথিবী ধংস হতে বিন্দুমাত্র সময় নেবে না।

 

উল্লেখ্য, মঙ্গল গ্রহে তিনটি বড় রকমের  ভূমিকম্পের ঘটনা ঘটেছে। মঙ্গল গ্রহ নিয়ে দীর্ঘদিন কাজ করা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ যান ইনসাইট এই  তথ্য জানিয়েছে। বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, পৃথিবীতেয যেখানে  কয়েক মিনিটের কম্পন নয়, সেখানে দাঁড়িয়ে মঙ্গলের মাটিতে ভূমিকম্প হয়েছে টানা দেড় ঘণ্টা।  ২০১৯ সালে সবচেয়ে বড় ভূমিকম্প হয় মঙ্গলগ্রহে।  যার মাত্রা ছিল ৩.৭ রিখটার স্কেল। তবে এই ভূমিকম্পটি তার চেয়ে ৫ গুন শক্তিশালী। এবারের ভূমিকম্প  প্রায় দেড় ঘন্টা স্থায়ো হয় বলে জানা গিয়েছে। যা পৃথিবীর বুকে ঘটলে পৃথিবী ধংস হতে বিন্দুমাত্র সময় নেবে না।

 

এর আগে গত ২৫ আগস্ট মঙ্গল গ্রহে দ দুটি ভূমিকম্প হয়।যে ভুমিকম্প দুটির  তীব্রতা ছিল যথাক্রমে  ৪ দশমিক ২ এবং ৪ দশমিক ১ ম্যাগনিটিউড। কিন্তু সেগুলো এতক্ষণ স্থায়ী হয়নি।মঙ্গল গ্রহ নিয়ে দীর্ঘদিন কাজ করা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ যান ইনসাইট এই  তথ্য জানিয়েছে। বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, পৃথিবীতেয যেখানে  কয়েক মিনিটের কম্পন নয়, সেখানে দাঁড়িয়ে মঙ্গলের মাটিতে ভূমিকম্প হয়েছে টানা দেড় ঘণ্টা।

 

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top