প্রয়াত লতা মঙ্গেশকর, দেশজুড়ে শোকের ছায়া । ৯২ বছর বয়সে জীবনাবসান প্রবীণ সঙ্গীতশিল্পীর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গত ১১ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। যার ফলে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। তবে কয়েকদিন আগে তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হয়। ৩০ জানুয়ারি কোভিড রিপোর্ট নেগেটিভও আসে।
তারপর ফের শনিবার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরই তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তবে আর ফেরানো গেল না তাঁকে। রবিবার সকাল ৮টা ১২ মিনিটে মাল্টি অর্গান ফেলিওরের কারণে মৃত্যু হয় সুরসম্রাজ্ঞীর। লতা মঙ্গেশকরের মৃত্যুতে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, ‘আমি লতা দিদির কাছ থেকে সব সময় স্নেহ পেয়েছি।
তাঁর সঙ্গে আমার কথোপকথন চিরস্মরণীয় হয়ে থাকবে। লতা দিদির প্রয়াণে আমি আমার সহ-ভারতীয়দের সঙ্গে শোকাহত। পরিবারের সঙ্গে কথা বলেছি। সমবেদনা জানিয়েছি। ওম শান্তি।’ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ আরও অনেকে।
আর ও পড়ুন ডাইনি অপবাদ দিয়ে পুত্রবধূকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
১৯২৯ সালে ২৮ সেপ্টেম্বরে জন্ম হয় একটি মারাঠি পরিবারে জন্ম কিংবদন্তী সঙ্গীতশিল্পীর। বাবার হাত ধরেই অভিনয়ে এবং গান শিখতে শুরু করে দিয়েছিলেন তিনি। মাত্র ১৩ বছর বয়সে প্রথমবার একটি মারাঠী সিনেমায় গান গেয়েছিলেন তিনি। ১৯৪৮ সালে ‘মজবুর’ সিনেমায় গানের মাধ্যমে প্রথম হিন্দি ছবিতে গেয়েছিলেন। ২০০১ সালে ‘ভারতরত্ন’ পান সুরসম্রাজ্ঞী। পেয়েছেন ‘পদ্মবিভূষণ’, ‘পদ্মভূষণ’ ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’। পেয়েছেন একাধিক জাতীয় পুরস্কার। ৩৬টিরও বেশি ভাষায় গান গেয়েছেন লতা মঙ্গেশকর। বাংলায় ১৮৫টির বেশি গান গেয়েছেন। ‘ভারতরত্ন’র প্রয়াণে শোকাহত গোটা দেশ।
উল্লেখ্য,প্রয়াত লতা মঙ্গেশকর, দেশজুড়ে শোকের ছায়া । ৯২ বছর বয়সে জীবনাবসান প্রবীণ সঙ্গীতশিল্পীর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গত ১১ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। যার ফলে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। তবে কয়েকদিন আগে তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হয়। ৩০ জানুয়ারি কোভিড রিপোর্ট নেগেটিভও আসে।তারপর ফের শনিবার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরই তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়।
তবে আর ফেরানো গেল না তাঁকে। রবিবার সকাল ৮টা ১২ মিনিটে মাল্টি অর্গান ফেলিওরের কারণে মৃত্যু হয় সুরসম্রাজ্ঞীর। লতা মঙ্গেশকরের মৃত্যুতে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, ‘আমি লতা দিদির কাছ থেকে সব সময় স্নেহ পেয়েছি।তাঁর সঙ্গে আমার কথোপকথন চিরস্মরণীয় হয়ে থাকবে। লতা দিদির প্রয়াণে আমি আমার সহ-ভারতীয়দের সঙ্গে শোকাহত। পরিবারের সঙ্গে কথা বলেছি। সমবেদনা জানিয়েছি। ওম শান্তি।’ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ আরও অনেকে।