মণিপুর রাজ্যে জঙ্গি হামলা, নিহতের সংখ্যা ছয়

মণিপুর রাজ্যে জঙ্গি হামলা, নিহতের সংখ্যা ছয়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মণিপুর

মণিপুর রাজ্যে জঙ্গি হামলা, নিহতের সংখ্যা ছয়।  মণিপুর রাজ্যে জঙ্গি হামলার শিকার হলো অসম রাইফেলস। শনিবার সকালে মায়ানমার সীমান্তবর্তী চূড়াচাঁদপুর জেলায় জঙ্গিহানায় অসম রাইফেলসের এক কমান্ডিংঙ্গফিসার সহ মোট ছ’জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওই অফিসারের স্ত্রী এবং সন্তান রয়েছেন বলে জানা গিয়েছে।এছাড়া  নিহতদের মধ্যে রয়েছেন ওই অফিসারের গাড়ির চালক এবং অসম রাইফেলসের দুই কর্মী।

 

নিহত কর্নেল বিপ্লব ত্রিপাঠী অসম রাইফেলসের ৪৬ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার ছিলেন। বেহিয়াং থানার অন্তর্গত সিংঘাটের কাছে সায়লসি এবং সেকেন গ্রামের মধ্যবর্তী জঙ্গল ঘেরা এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। কনভয়ের অন্য গাড়ি থেকে জওয়ানেরা পাল্টা গুলি চালালে জঙ্গিরা গা ঢাকা দেয়। জানা গিয়েছে,  জঙ্গিদের গুলিতে কয়েক জন জওয়ান জখম হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

 

ঘটনার পরেই মায়ানমার সীমান্তবর্তী মণিপুরের ওই এলাকায় অভিযানে নেমেছে সেনা এবং অসম রাইফেলস। জানা যায়, মণিপুরের জঙ্গিগোষ্ঠী ‘পিপলস লিবারেশন আর্মি অফ মণিপুর’ (পিএলএএম)। হামলার পিছনে মায়ানমারে ঘাঁটি গেড়ে থাকা নাগা জঙ্গিগোষ্ঠী এনএসসিএন (খাপলাং) গোষ্ঠীরও হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। গত বছরর মণিপুরের চান্দেল জেলায় অসম রাইফেলসের কনভয়ে হামলা চালিয়েছিল এই নাগা জঙ্গিগোষ্ঠী।

 

ওই হামলায় তিন জওয়ান নিহত হয়েছিলেন। এদিন  ভারতের উত্তর পূর্বের রাজ্য মনিপুরের চূড়াচাঁদপুরে সেনার কনভয়ের ওপরে জঙ্গি হামলার এই ঘটনা ঘটে।  জানা গিয়েছে, ৪৬ অসম রাইফেলসের কমান্ডিং অফিসার বিপ্লব ত্রিপাঠী স্ত্রী, পুত্র সহ কিউআরটি টিমের সঙ্গে যাচ্ছিলেন। বেলা ১০ নাগাদ মিয়ানমার সীমানা সংলগ্ন চূড়াচাঁদপুর জেলার সিঙ্ঘট মহকুমার এস সেকেন গ্রামে এই হামলা চলে।

 

বিপ্লব ত্রিপাঠী, তাঁর স্ত্রী ও পুত্রে মৃত্যু হয় ঘটনাস্থলেই। বাকিদের নিয়ে যাওয়া হয় বেহিয়াং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। হামলায় মৃতের সংখ্যা সঠিকভাবে জানা না গেগেও, বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয়েছে, এই জঙ্গি হামলায় কিউআরটি টিমের তিন জওয়ানেরও মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সূত্রের খবর। অন্যদিকে অসম রাইফেলসের জওয়ানরা জবাব দিলেও, জঙ্গিদের হতাহতের খবর এখনও পরিষ্কারভাবে পাওয়া যায়নি।

 

আর ও পড়ুন    উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরে শুয়োরের মড়ক লেগেছে

 

এদিন যে  হামলা হয়েছে, তা পনিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ১০০ কিমি উত্তরে। মনিপুরসহ উত্তরপূর্বে বিভিন্ন রাজ্যে অনেক জঙ্গি সংগঠন রয়েছে। তারা সেখানে স্বাধীনতার নামে লড়াই চালাচ্ছে। ২০১৫ সালে এমনই এক হামলায় ২০ জন সেনার মৃত্যু হয়েছিল। এদিনের জঙ্গি হামলার নিন্দা করেছেন মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি জানিয়েছেন, রাজ্যের পুলিশ এবং আধাসামরিক বাহিনীর জওয়ানরা জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। হামলাকারীদের শাস্তি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

 

এদিকে, মণিপুরে জঙ্গিহানায় অসম রাইফেলসের কর্নেল ত্রিপাঠী এবং তাঁর পরিবারের সদস্যেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি টুইটারে তিনি লিখেছেন, ‘মণিপুরে ৪৬ অসম রাইফেলসের কনভয়ে জঙ্গিদের জঘন্য হামলার তীব্র নিন্দা করছি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top