মণ্ডপসজ্জায় জুতো! দমদম পার্ক ভারতচক্র পুজো কমিটির বিরুদ্ধে আইনি নোটিস। কলকাতার এক পুজোমণ্ডপ সাজাতে ব্যবহার করা হয়েছে জুতো। জুতো দিয়ে মণ্ডপ সাজিয়ে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে দমদম পার্ক ভারতচক্র পুজো কমিটির বিরুদ্ধে। তাদের পাঠানো হয়েছে আইনি নোটিস। শনিবার এই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই ঘটনার নিন্দা করেছেন। এদিন এ ব্য়াপারে টুইট করেছেন শুভেন্দু।
সেখানে তিনি লিখেছেন, শিল্পের স্বাধীনতা নামে মা দুর্গাকে অপমান করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না।তা সরিয়ে নেওয়ার জন্য তিনি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং স্বরষ্ট্রসচিব বি পি গোপালিকার কাছে আবেদন করেছেন, যাতে তাঁরা ওই বিষয়ে হস্তক্ষেপ করেন। আয়োজকদের বলেছেন, ওই জুতো সরিয়ে নেওয়ার জন্য। কৃষক আন্দোলনের থিম তুলে ধরতে মণ্ডপসজ্জায় হাওয়াই চটির ব্যবহার করেছে ভারতচক্র পুজো কমিটি। এই জুতো দিয়ে থিমে আপত্তি তুলেছেন আইনজীবী পৃথ্বীবিজয় দাস।
আর ও পড়ুন কলকাতায় পুজো প্যান্ডেলে মানতে হবে কী কী নিয়ম ? জেনে রাখুন
নোটিসে তিনি লিখেছেন,”আমি একজন সনাতন হিন্দু। জুতো দিয়ে মণ্ডপ সাজানোর পরিকল্পনা মেনে নিতে পারছি না। এটা আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।” মণ্ডপ থেকে জুতো সরানো না হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রয়েছে চিঠিতে। পুজো কমিটি জানিয়েছে, ওই নোটিস জবাব আইনি পথে দেওয়া হবে।
ভেবেচিন্তেই এমন থিম বাছা হয়েছে। কলকাতার দুর্গাপুজো মানে থিমের বাহার। শহরের বিভিন্ন পুজো কমিটি থিমের ওপর ভর করে সাজিয়ে তোলেন তাদের পুজো। সেগুলি দেখার মতো হয়। দেখলে তাক লেগে যেতে হয়। অনেকে আবার ভরসা করেন সাবেকিয়ানার ওপর। গত কয়েক বছরে বেড়েছে থিম পুজোর চাহিদা। সেইসঙ্গে যুক্ত হয়েছে আলো, থিম সং। এগুলো কলকাতার দুর্গাপুজোর নতুন সংযোজন বলা যেতে পারে। সেই থিম থেকে বিতর্ক তৈরি হতে পারে, কেউ কোনও দিনও ভাবেননি।