মতুয়াদের উপর হামলার প্রতিবাদে হাবড়ায় রেল অবরোধ

মতুয়াদের উপর হামলার প্রতিবাদে হাবড়ায় রেল অবরোধ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মতুয়াদের উপর হামলার প্রতিবাদে হাবড়ায় রেল অবরোধ। মতুয়াদের উপর দুষ্কৃতীদের হামলা। আর এই ঘটনার প্রেক্ষিতে এবার শুক্রবার সকালে হাবড়া স্টেশনে অবরোধে নামল মতুয়া সমাজ। যার জেরে ব্যাহত শিয়ালদা-বনগাঁ শাখার যান চলাচল। এদিন আপ লাইনে একটি ট্রেন আটকে দেয় বিক্ষোভকারীরা। পরে এই ঘটনায় পুলিশি তৎপরতার খবর পেয়ে অবশ্য অবরোধ তুলেও নেন তাঁরা।

উল্লেখ্য, ২৯ মার্চ রাতে বারাসত কাজিপাড়া এলাকায় গড়িয়া নরেন্দ্রপুর থেকে ঠাকুরনগরের উদ্দেশ্যে রওনা দেওয়া মতুয়া তীর্থযাত্রীরা হামলার শিকার হন। অভিযোগ, বাস থামিয়ে তীর্থযাত্রীদের উপর হামলা চালানো হয়। বাসে থাকা মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। ঘটনায় গুরুতর জখম হন ওই বাসের যাত্রী সুমন হালদার ও দলপতি বিধান হালদার। তাঁদের মধ্যে আশঙ্কাজনক সুমনের শারীরিক অবস্থা।

এই ঘটনার প্রসঙ্গে বাসে থাকা এক মহিলা সংবাদমাধ্যমকে জানান, গত ২৯ মার্চ রাতে দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া নরেন্দ্রপুর থেকে বাসে করে ঠাকুরনগরের জন্য পাড়ি দেন তাঁরা। রাত দেড়টা নাগাদ বারাসতের কাজিপাড়া এলাকায় কিছু যুবক রাস্তার পাশে গাছের একটি গুঁড়ি ফেলে তাঁদের বাস আটকে দেয়। শুধু তাই নয়, বাসে থাকা মহিলাদের উদ্দেশ্যে কটুক্তি করে এবং বাইরে থেকে বাসে ইট-পাটকেল ছোড়ে বলেও অভিযোগ।

আর ও পড়ুন    রমজান মাসের জন্য খাদ্য সামগ্রী তুলে দিলেন হিন্দু মহিলা 

এই ঘটনার পর কেন্দ্রীয় মন্ত্রী তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সভাধিপতি শান্তনু ঠাকুর ঘটনার প্রেক্ষিতে কোনও পদক্ষেপ করা না হলে ‘মতুয়ারা বুঝে নেবে’ বলে হুঁশিয়ারিও দেন। এরপর এই রেল অবরোধের ঘটনা কার্যত নতুন মাত্রা যোগ হল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top