এক মাঘে শীত যায় না” বিধানসভা প্রসঙ্গে কড়া বার্তা দিলেন মদন মিত্র। “বিজেপির বিধায়কদের দিল্লি তে না ডেকে ইউক্রেনে ডাকা উচিত, ওরা আজ যা করেছে তার জন্য পুতিনের হাত দিয়ে ওদের সম্বর্ধনা দেওয়া উচিত। ” বিধানসভায় বিজেপি তৃণমূলের মধ্যে যে হাতাহাতির অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গে বিজেপি বিধায়কদের কটাক্ষ করলেন বিধায়ক মদন মিত্র।
এদিন একটি অনুষ্ঠানে এসে তিনি বিধানসভা প্রসঙ্গে বলেন ” বিধানসভায় আজ হয়েছে তা নিয়ে রাজ্যের কারুর মাথা ব্যথা নেই । রাজ্য বাসী রামপুরহাট, ইউক্রেনের যুদ্ধ নিয়ে সম ব্যথী। তাছাড়া বিজেপির বিধায়কদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তি হীন।
ওরা কেউ আহত হয় নি , ওরা পিজি তে গেছিলো জাল সার্টিফিকেট করতে ওদের টিটেনাস দিয়ে ছেড়ে দিয়েছে অথচ আমাদের দুই জন হাসপাতালে অসুস্থ হয়ে শুয়ে আছে । তবে এটা বিজেপি ঠিক করে নি। এক মাঘে শীত যায় না। প্রতিরক্ষা করার অধিকার আমাদেরও আছে। কিন্তু আমাদের বিধায়করা মার খেয়েছে।
আরও পড়ুন- এবার অর্ডিন্যান্স ফ্যাক্টরির বেসরকারিকরণের পথে হাঁটল কেন্দ্র
উল্লেখ্য, এক মাঘে শীত যায় না” বিধানসভা প্রসঙ্গে কড়া বার্তা দিলেন মদন মিত্র। “বিজেপির বিধায়কদের দিল্লি তে না ডেকে ইউক্রেনে ডাকা উচিত, ওরা আজ যা করেছে তার জন্য পুতিনের হাত দিয়ে ওদের সম্বর্ধনা দেওয়া উচিত। ” বিধানসভায় বিজেপি তৃণমূলের মধ্যে যে হাতাহাতির অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গে বিজেপি বিধায়কদের কটাক্ষ করলেন বিধায়ক মদন মিত্র।
এদিন একটি অনুষ্ঠানে এসে তিনি বিধানসভা প্রসঙ্গে বলেন ” বিধানসভায় আজ হয়েছে তা নিয়ে রাজ্যের কারুর মাথা ব্যথা নেই । রাজ্য বাসী রামপুরহাট, ইউক্রেনের যুদ্ধ নিয়ে সম ব্যথী। তাছাড়া বিজেপির বিধায়কদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তি হীন।
ওরা কেউ আহত হয় নি , ওরা পিজি তে গেছিলো জাল সার্টিফিকেট করতে ওদের টিটেনাস দিয়ে ছেড়ে দিয়েছে অথচ আমাদের দুই জন হাসপাতালে অসুস্থ হয়ে শুয়ে আছে । তবে এটা বিজেপি ঠিক করে নি। এক মাঘে শীত যায় না। প্রতিরক্ষা করার অধিকার আমাদেরও আছে। কিন্তু আমাদের বিধায়করা মার খেয়েছে।