বেআইনি বাংলা মদের ব্যবসাকে কেন্দ্র করে ন্ধু মার নামখানা থানা এলাকায়। নামখানা থানা এলাকার লালপুলে বেআইনি বাংলা মদের ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হয় ন্ধু মার পরিস্থিতি. এলাকার গৃহবধূদের অভিযোগের ভিত্তিতে নামখানার লাল পুলে বেআইনি বাংলা মদের দোকানে প্রতিবাদে হাজির হয় নামখানা শ্রমজীবী মহিলা সমিতির বেশকিছু সদস্যরা. নামখানার লালপুর বাজারে দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলা বেআইনি বাংলা মদের ব্যবসাই সুকুমার ঘোড়াইর সঙ্গে কথা বলেন শ্রমজীবী মহিলা সমিত সদস্যরা.
শ্রমজীবী মহিলা সমিতির অভিযোগ তারা ওই ব্যবসায়ীকে বেআইনিভাবে মদের ব্যবসা বন্ধ করার কথা বলায় ওই ব্যবসায়ী সুকুমার ঘোড়ই মহিলা সমিতির সদস্যদের ওপর চড়াও হয়. মহিলা সমিতির আরও অভিযোগ সুকুমার ঘোড়ই মহিলা সমিতির মহিলাদের মারধর করেন. তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি. ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নামখানা থানার পুলিশ. পুলিশ পৌঁছে পরিস্থিত সামাল দেয় এবং বেআইনি মদ ব্যবসার অভিযোগে সুকুমার ঘড়ি কে আটক করে এবং দোকানে থাকা বেশকিছু বাংলা মদ বাজেয়াপ্ত করে. অপরদিকে মহিলা সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে যদি নামখানা এলাকায় ডাইনি বাংলা মদের ব্যবসা বন্ধ না হয় তাহলে মহিলা সমিতির পক্ষ থেকে তারা পথে নেমে বৃহত্তর আন্দোলন করবে.
আরও পড়ুন – কোচবিহার জেলার এক তাঁত শ্রমিকের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য
উল্লেখ্য, নামখানা থানা এলাকার লালপুলে বেআইনি বাংলা মদের ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হয় ন্ধু মার পরিস্থিতি. এলাকার গৃহবধূদের অভিযোগের ভিত্তিতে নামখানার লাল পুলে বেআইনি বাংলা মদের দোকানে প্রতিবাদে হাজির হয় নামখানা শ্রমজীবী মহিলা সমিতির বেশকিছু সদস্যরা.
নামখানার লালপুর বাজারে দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলা বেআইনি বাংলা মদের ব্যবসাই সুকুমার ঘোড়াইর সঙ্গে কথা বলেন শ্রমজীবী মহিলা সমিত সদস্যরা. শ্রমজীবী মহিলা সমিতির অভিযোগ তারা ওই ব্যবসায়ীকে বেআইনিভাবে মদের ব্যবসা বন্ধ করার কথা বলায় ওই ব্যবসায়ী সুকুমার ঘোড়ই মহিলা সমিতির সদস্যদের ওপর চড়াও হয়. মহিলা সমিতির আরও অভিযোগ সুকুমার ঘোড়ই মহিলা সমিতির মহিলাদের মারধর করেন. তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি.