নিজস্ব সংবাদদাতা ১৪ জানুয়ারি ২০২১: গভীর রাতে মদ খেয়ে শ্বশুর বাড়িতে এসে ঘুমন্ত অবস্থায় শ্যালিকাকে খুন করার অভিযোগ উঠলো স্বয়ং জামাইবাবুর বিরুদ্ধে।
এই ঘটনায় রীতিমতো তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জ থানার দোগাছি গ্রাম পঞ্চায়েতের লস্করপুর গ্রামে। মৃত ওই যুবতীর নাম রাশেদা খাতুন(৩০)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল মর্গে।এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত জাকির হোসেন ওরফে বিসু। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।
আরও পড়ুন…করোনা আবহে মকরসংক্রান্তির পুণ্যস্নান করতে পূর্ণ্যার্থীদের ভিড় গঙ্গাসাগরে