ভাইরাল – তেলঙ্গানার মেদচাল-মালকাজগিরি জেলায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে অদ্ভুত কাণ্ড ঘটালেন এক ব্যক্তি। বুধবার রাতে দ্রুত গতিতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি বাড়ির পাঁচিলের উপরে গাড়ি তুলে দেন তিনি। প্রচণ্ড শব্দে আশপাশের বাসিন্দারা বাইরে বেরিয়ে এসে গাড়িটিকে দেওয়ালের উপর ঝুলতে দেখে হতবাক হয়ে যান। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
২৪ জুলাই রাতের অন্ধকারে শম্ভীপুরের একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে সাদা রঙের একটি সেডান গাড়ি। স্থানীয় সূত্রে খবর, চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। গাড়ির ধাক্কায় বাড়ির দেওয়ালের কিছু অংশ এবং বাগানের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
দেওয়ালের উপর ঝুলে থাকা গাড়ি নামাতে ট্রাফিক পুলিশকে ক্রেন ব্যবহার করতে হয়। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। তবে চালকের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।
‘তেলগু স্ক্রাইব’ নামের একটি এক্স হ্যান্ডলে ভাইরাল হওয়া ভিডিওটি ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ দেখে ফেলেছেন। নেটিজেনদের অনেকে ঘটনাটি বিশ্বাস করতে পারছেন না। এক জন লিখেছেন, “কেউ কি ব্যাখ্যা করতে পারবেন কীভাবে এটা সম্ভব?”
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
