মদ্যপ যুবকের ছুরির আঘাতে মৃত মহিলা,আশঙ্কাজনক ১। এক মদ্যপ যুবকের ছু্রির এলোপাতাড়ি আঘাতে মৃত্যু হল এক মহিলার, মারাত্মক ভাবে জখম আরো এক যুবক। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের হাণ্টাপাড়াতে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।ক্ষিপ্ত জনতা রবিবার সকাল থেকে হাণ্টাপাড়া চৌপথি এলাকায় মাদারিহাট থেকে টোটোপাড়া গামী পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হয় । এলাকাবাসী জানান গতকাল রাতে এলাকার এক মদ্যপ যুবক বিনোধ ওরাঁও(২৫) মদ্যপ অবস্থায় এলাকার বাসিন্দা শিলমন্তী খরিয়ার(৪৮) বাড়িতে এসে তার উপর এলোপাতাড়ি ভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
তারপর সেখান থেকে কিছুটা দূরে গিয়ে ফের এলাকার প্রতিবন্ধী যুবক কুমার ওরাঁও(২২)এর উপর ধারালো অস্ত্রের কোপ বসায়। দুজনকে আহত অবস্থায় প্রথমে হাণ্টাপাড়া চা বাগান হাসপাতালে নিয়ে যায়,পরে সেখান থেকে বীরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিলমন্তী খরিয়া মৃত্যু হয়। কুমার ওরাঁও বর্তমানে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার সকালে এলাকার বাসিন্দারা পথ অবরোধে সামিল হয়। খবর পেয়ে ঘটনাস্থলে মাদারিহাট থানার পুলিশ পৌছে সাত দিনের মধ্যে অভিযুক্তকে গ্ৰেফতার করার আশ্বাস দিলে গ্ৰামবাসীরা পথ অবরোধ তুলে নেয়।
আরও পড়ুন – হাকিমপুর সীমান্ত থেকে দুই দালালসহ দশ বাংলাদেশি আটক
উল্লেখ্য, মদ্যপ যুবকের ছুরির আঘাতে মৃত মহিলা,আশঙ্কাজনক ১। এক মদ্যপ যুবকের ছু্রির এলোপাতাড়ি আঘাতে মৃত্যু হল এক মহিলার, মারাত্মক ভাবে জখম আরো এক যুবক। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের হাণ্টাপাড়াতে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।ক্ষিপ্ত জনতা রবিবার সকাল থেকে হাণ্টাপাড়া চৌপথি এলাকায় মাদারিহাট থেকে টোটোপাড়া গামী পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হয় ।
এলাকাবাসী জানান গতকাল রাতে এলাকার এক মদ্যপ যুবক বিনোধ ওরাঁও(২৫) মদ্যপ অবস্থায় এলাকার বাসিন্দা শিলমন্তী খরিয়ার(৪৮) বাড়িতে এসে তার উপর এলোপাতাড়ি ভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তারপর সেখান থেকে কিছুটা দূরে গিয়ে ফের এলাকার প্রতিবন্ধী যুবক কুমার ওরাঁও(২২)এর উপর ধারালো অস্ত্রের কোপ বসায়। দুজনকে আহত অবস্থায় প্রথমে হাণ্টাপাড়া চা বাগান হাসপাতালে নিয়ে যায়,পরে সেখান থেকে বীরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিলমন্তী খরিয়া মৃত্যু হয়। কুমার ওরাঁও বর্তমানে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার সকালে এলাকার বাসিন্দারা পথ অবরোধে সামিল হয়।