কলকাতা- পর পর বেশ কয়েকটি ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুলিশের পেশাদারিত্ব। শুধু তাই নয় আদালতে একাধিকবার ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে তাদের। কিন্তু তাতে যে বাহিনীর শৃঙ্খলার স্বাস্থ্যোদ্ধার হয়নি ফের তার প্রমাণ পাওয়া গেল শনিবার রাতে। মত্ত অবস্থায় উর্দি পরে রাস্তায় গড়াগড়ি খেলেন কলকাতা পুলিশের এক কর্মী।
খবর পেয়ে অন্য পুলিশকর্মীরা ছুটে এসে তাঁকে সরিয়ে নিয়ে যান। কিন্তু ততক্ষণে মুখ যা পোড়ার পুড়ে গিয়েছে।
জানা গিয়েছে, শনিবার রাত ১০ নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজ তখন অনেকটা শুনশান হয়ে গিয়েছে। শুধু জরুরি বিভাগের সামনে কয়েকজনের জটলা। হঠাৎই এক পুলিশকর্মীকে মাটিতে ছটফট করতে দেখেন তাঁরা। কোনও কারণে পুলিশকর্মী অসুস্থ হয়ে পড়েছেন ভেবে ছুটে আসেন কয়েকজন। আর কাছে আসতেই বোঝা যায় পুলিশকর্মী মত্ত অবস্থায় ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছেন। খবর পেয়ে সেখানে ছুটে আসেন অন্য পুলিশ কর্মীরা। মত্ত পুলিশকর্মীকে সেখান থেকে কোনওক্রমে সরিয়ে নিয়ে যান। জানা গিয়েছে ওই পুলিশকর্মীর নাম অরুণ কুমার দাস।
এই ঘটনায় ফের একবার পুলিশের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। সপ্তাহ কয়েক আগেই বান্ধবীর সঙ্গে বিবাদের জেরে মত্ত অবস্থায় নিজের হাতেই নিজে গুলি চালিয়ে দিয়েছিলেন চণ্ডীতলা থানার আইসি। এ ছাড়াও সম্প্রতি একাধিক ঘটনায় পুলিশকর্মীদের বিরুদ্ধে মত্ত অবস্থায় ডিউটি করার অভিযোগ উঠেছে। শিলিগুড়িতে মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে মত্ত অবস্থায় মারধর করার অভিযোগ করেছেন সেখানকার বাসিন্দারা। প্রশ্ন উঠছে, মত্ত অবস্থায় ডিউটি করাই প্রথা হয়ে উঠছে এরাজ্যের পুলিশের?
