চোলাই মদ উদ্ধারে গ্রেপ্তার ২। ৮০ লিটার চোলাই মদ সহ ২ জনকে গ্রেফতার করলো পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার পুলিশ । অভিযুক্ত চোলাই মদ কারবারিদের বিরুদ্ধে মাধবডিহি থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজ্জু করে বর্ধমান আদালতে পাঠায় শনিবার।পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত চোলাই মদ কারবারির নাম গাজন বাগ ও সেখ গাজিবর রহমন। মাধবডিহি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আড়ুই অঞ্চলের আড়ুই কালী মন্দির্ এলাকা থেকে অভিযুক্তদের কে গ্রেফতার করেন।
অভিযুক্ত গাজন বাগের বাড়ি আড়ুই ও শেখ গাজীবুর রহমানের বাড়ি আলমপুরে গ্রামে। আড়ুই এলাকায় চোলাই মদ পাচার করার সময় মাধবডিহি থানার পুলিশ মদ সহ তাদেরকে গ্রেফতার করেন।পুলিস সূত্রে জানা যায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে আগামীদিনে।
আরও পড়ুন – ২৬ টি প্রকল্প দ্রুত শেষ করার আশ্বাস উদয়ন গুহর
উল্লেখ্য, ৮০ লিটার চোলাই মদ সহ ২ জনকে গ্রেফতার করলো পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার পুলিশ । অভিযুক্ত চোলাই মদ কারবারিদের বিরুদ্ধে মাধবডিহি থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজ্জু করে বর্ধমান আদালতে পাঠায় শনিবার।পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত চোলাই মদ কারবারির নাম গাজন বাগ ও সেখ গাজিবর রহমন।
মাধবডিহি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আড়ুই অঞ্চলের আড়ুই কালী মন্দির্ এলাকা থেকে অভিযুক্তদের কে গ্রেফতার করেন। অভিযুক্ত গাজন বাগের বাড়ি আড়ুই ও শেখ গাজীবুর রহমানের বাড়ি আলমপুরে গ্রামে। আড়ুই এলাকায় চোলাই মদ পাচার করার সময় মাধবডিহি থানার পুলিশ মদ সহ তাদেরকে গ্রেফতার করেন।পুলিস সূত্রে জানা যায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে আগামীদিনে। মদ উদ্ধারে