প্রকাশ্য রাস্তায় মদ্যপের তাণ্ডব। এর প্রতিবাদ করায় গ্রামবাসীদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালো মদ্যপ ব্যক্তি। এক গ্রামবাসীকে বাঁচাতে গিয়ে ওই মদ্যপ ব্যক্তির হাতে আক্রান্ত হলেন গ্রামের আর এক বাসিন্দা। তাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। অন্যান্য গ্রামবাসীদের উপর হামলা চালায় ওই মদ্যপ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার ঋষিপুর গ্রামে। আহত ব্যক্তির নাম মানিক চৌধুরী। বর্তমানে সে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে হবিবপুর থানার পুলিশ। জানা গিয়েছে গ্রামের বাসিন্দা মত সরকার মদ্যপ অবস্থায় রাস্তার উপরে তাণ্ডব চালাচ্ছিলো। সেই সময় এর প্রতিবাদ করে গ্রামেরই বাসিন্দা দীপক চৌধুরী। অভিযোগ এরপর এই দীপক বাবুর ওপর চড়াও হয় ওই মদ্যপ। দীপক বাবু কে বাঁচাতে যায় গ্রামের আরেক বাসিন্দা মানিক চৌধুরী। এরপর অভিযুক্ত মানিক চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। গ্রামবাসীরা ছুটে আসতে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। আহতকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে গ্রামবাসীরা। মানিক চৌধুরী পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে হবিবপুর থানার পুলিশ l