বিনোদন – টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার আবারও চর্চায়। নেটদুনিয়ায় তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই—ভুল নামের পোস্ট হোক বা সিঁথি ভর্তি সিঁদুর, বারবার শিরোনামে এসেছেন তিনি। তবে এবার আলোচনার কেন্দ্রে তাঁর ব্যক্তিগত সম্পর্ক। বেশ কিছু মাস ধরেই অভিনেত্রী নতুন প্রেমে রয়েছেন, আর সেই সম্পর্ক নিয়ে উত্তাল টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়া।
মধুমিতার জীবনে ‘স্পেশাল ওয়ান’ হলেন দেবমাল্য চক্রবর্তী। অভিনয় জগতের বাইরে থাকা দেবমাল্য পেশায় এক জন ইঞ্জিনিয়ার বলে জানা গিয়েছে। ২০২৩ সালের পুজোর সময় থেকেই এই সম্পর্কের শুরু, যদিও সম্পর্কের বয়স এখনও খুব বেশি নয়। তবে ভালোবাসা ঘিরে প্রকাশ্যে কোনও দ্বিধা নেই এই জুটির।
বুধবার দেবমাল্যের জন্মদিনে আবেগে ভেসে গেলেন মধুমিতা। ইনস্টাগ্রামে একগুচ্ছ অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করে লিখলেন, “সত্যি বলতে, জানি না কীভাবে ভাষায় প্রকাশ করব। আজ তোমার জন্মদিন, কিন্তু মনে হচ্ছে আমিই আশীর্বাদপ্রাপ্ত। আমাদের পাগলামি ভ্রমণ, শান্ত সূর্যাস্ত, পাহাড়ি রাস্তা আর হাজারটা না বলা মুহূর্ত—সবই উপভোগ করেছি তোমার সঙ্গে।”
তিনি আরও লেখেন, “তুমি আমার সেরা ট্র্যাভেল পার্টনার, আমার সেফ প্লেস, সেই মানুষ যে সাধারণ দিনগুলিকেও গল্পে পরিণত করে… শুভ জন্মদিন, আমার ভালোবাসা। তোমাকে অসীম ভালোবাসা, দেবমাল্য।” প্রেমিকার এই আবেগঘন বার্তার জবাবে দেবমাল্য লেখেন, “সবকিছুর জন্য ধন্যবাদ… তোমাকেও অসীম ভালোবাসা।”
এই মাখোমাখো প্রেমপর্ব দেখে প্রশ্ন একটাই—তবে কি এবার বিয়ের সানাই শোনা যাবে? আপাতত জবাব মেলেনি এই প্রেমিক-প্রেমিকার মুখে। যদিও অনুরাগীদের চোখ এখন সেই দিকেই, কবে মধুমিতা-দেবমাল্যর সম্পর্ক পৌঁছবে পরিণয়ে, তারই অপেক্ষায় সকলে।
