নিউজ ডেস্ক, ৪ নভেম্বর, ২০২০: এবার ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে মধ্যপ্রদেশের জিগানি গ্রামে। মৃত্যু হয়েছে এক দম্পতি এবং তাঁদের তিন বছরের শিশুর। তাঁদের আরো দুই সন্তান হুসেইন এবং আলি নামে ওই দুই শিশু আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ কিভাবে বিস্ফোরণ লাগে তার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি ৷ ঘটনাস্থানে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে ৷মৃত ব্যাক্তির নাম বান্টি খান ৷

যিনি বেআইনিভাবে বাজির ব্যবসা করতেন ৷ অনেকে বলেন, রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটেছে ৷অন্যদিকে, আজ সকালেই উত্তরপ্রদেশের কুশিনগরে বাজির গোডাউনে বিস্ফোরণ ঘটে ৷ ঘটনায় তিন জনের মৃত্যু হয় ৷ পুলিশ ও স্থানীয়দের আশঙ্কা, গোডাউনে অনেকে আটকে থাকতে পারে ৷ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।