মাক্স ছাড়া রাস্তায় বের হওয়ায় মধ্যমগ্রামে আটক ১৪ জন

মাক্স ছাড়া রাস্তায় বের হওয়ায় মধ্যমগ্রামে আটক ১৪ জন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মধ্যমগ্রামে

মাক্স ছাড়া রাস্তায় বের হওয়ায় মধ্যমগ্রামে আটক ১৪ জন । শুক্রবার মধ্যমগ্রাম সোদপুর রোডে মাক্স ছাড়া রাস্তায় বেড়ানো এমন ১৬ জন করে আটক করে জরিমানা করলো মধ্যমগ্রাম থানার পুলিশ।রাজ্য সরকার এখনো কোভিড বিধি নিশেধ তুলে দেয়নি,কিন্তু রাস্তায় দেখা যাচ্ছে অনেকেই মাক্স ছাড়া ঘুরে বেড়াচ্ছে।

 

মধ্যমগ্রাম ব্রীজের কাছে পুলিশের অভিযান চলে।পুলিশের অভিযানে এমন ১৬ জম মাক্স ছাড়া মানুষদেরকে ধরে ফাইন করে মধ্যমগ্রাম থানার পুলিশ।কোভিড বিধিভঙ্গের আইনে সকলের কাছ থেকে নির্দিষ্ট জরিমানা করে তারপর ছাড়া হয় এই দিন।অনেকেই মাক্স মুখে না পরে পকেটে রেখে দিয়েছে মাক্স,তাদেরকেও জরিমানা করা হয়,আর যাদের কাছে মাক্স নেই তাদেরকে পুলিশের তরফ থেকে মাক্স দিয়ে দেওয়া হয়,তবে জরিমানা সকলকেই দিতে হয়।

 

এদিকেবাড়তে বাড়তে দেশের দৈনিক সংক্রমণ চলে গেল সাড়ে তিন লক্ষের দোড়গোড়ায়।গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, আগামী ২৩ জানুয়ারি দেশের সংক্রমণ শীর্ষে পৌঁছাতে পারে। গতবছর প্রথমবার দৈনিক কোভিড আক্রান্ত সাড়ে তিন লক্ষ পার করেছিল। ওমিক্রনের ধাক্কায় প্রায় ৮ মাস পর ফের দৈনিক সংক্রমণ এই পর্যায়ে পৌঁছল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮৫ লক্ষ ৬৬ হাজার ২৭ জন।

 

আর ও পড়ুন     পদ্মে অস্বস্তি, বিজেপির দুই বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের আবেদন জানালেন

 

শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান বলছে, দৈনিক আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে প্রায় ৯ শতাংশ বেশি। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র, কেরল এবং কর্নাটকে দৈনিক আক্রান্ত রয়েছে ৪৫ হাজারের বেশি। তামিলনাড়ুতে সাড়ে ২৮ হাজার এবং গুজরাটে তা প্রায় সাড়ে ২৪ হাজার। দেশের পজিটিভিট রেট ফের বেড়ে হয়েছে ১৭.৯৪ শতাংশ। যা আগের দিন ছিল ১৬.‌৪১ শতাংশ।

 

সাপ্তাহিক পজিটিভিটি রেট ১৬.৫৬ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট ওমিক্রন আক্রান্ত ৯ হাজার ৬৯২ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৭০৩ জনের। তার মধ্যে কেরলেই মারা গেছেন ৩৪১ জন। বৃহস্পতিবার মৃতের সংখ্যাটা ছিল ৪৯১। দেশের বাকি সব রাজ্যেই তা ৫০ এর কমই রয়েছে। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৮ হাজার ৩৯৬ জন। অ্যাকটিভ কেসও উদ্বেগ ধরাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ২০ লক্ষ ১৮ হাজার ৮২৫ জন।

 

যা আগের দিনের থেকে প্রায় ৯৪ হাজার বেশি। যা ভয় ধরাচ্ছে। যদিও পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৬০ লক্ষ ৫৮ হাজার ৮০৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করো নামুক্ত হয়েছেন ২ লক্ষ ৫১ হাজার ৭৭৭ জন। এখনও পর্যন্ত দেশে প্রায় ১৬০ কোটি ৪৩ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৯ লক্ষ ৩৫ হাজার ৯১২ জনের।

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top