মধ্যমগ্রাম -গত সপ্তাহে গঙ্গায় ট্রলি বন্দি দেহ ভাসাতে এসে কুমোরটুলি ঘাটে স্থানীয়দের হাতে ধরা পড়ে গিয়েছিল মা-মেয়ে। পিসি শাশুড়িকে খুনের অভিযোগে ইতিমধ্যে মধ্যমগ্রামের সেই মা-মেয়েকে হেফাজতে নিয়েছে পুলিশ।
তদন্তর সূত্র ধরে এবার পুলিশের হাতে উঠে এল আরও একটি ট্রলির তথ্য!
পুলিশ সূত্রের দাবি, জেরায় ফাল্গুনী ঘোষ (মা) এবং আরতি ঘোষ (মেয়ে) জানিয়েছে, খুনে ব্যবহৃত অস্ত্রগুলি লোপাট করার জন্য সেদিন আরও একটি ছোট ট্রলি ব্যাগ ব্যবহার করেছিল তারা।
বারাসত জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খরিয়া বলেন, ‘বড় ট্রলিতে যেমন দেহ ছিল তেমনই দেহ কাটার জন্য ওরা যে সব ধারাল অস্ত্র ব্যবহার করেছিল সেগুলি আর একটি ট্রলিতে ভরেছিল। সিসিটিভি ফুটেজে ওই ট্রলির ছবি ধরা পড়েছে।”
পুলিশ সূত্রের খবর জেরায় সেকথা স্বীকারও করেছে মা মেয়ে। পুলিশকে জেরায় তারা জানিয়েছে, খুনে ব্যবহৃত ধারাল অস্ত্রগুলি ওই ট্রলিতে ভরা হয়েছিল। ওই ট্রলি কোথায় রয়েছে তা জানতে ধৃতদের জেরা করছেন তদন্তকারীরা। শীঘ্রই ধৃতদের সঙ্গে নিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণও করা হবে বলে পুলিশ সূত্রের খবর।
সোমবার ধৃতদের আদালতে হাজির করানো হলে পুলিশ ১০ দিনের হেফাজতের আবেদন জানায়। বিচারক অবশ্য সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেছেন। সূত্রের খবর, এদিন আদালতে এই নতুন ট্রলির তথ্য জানিয়েছে পুলিশ।
