মধ্যযুগীয় বর্বরতার শিকার এক মহিলা

মধ্যযুগীয় বর্বরতার শিকার এক মহিলা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মধ্যযুগীয়

মধ্যযুগীয় বর্বরতার শিকার এক মহিলা, মারধরের পাশাপাশি কেটে নেয়া হল মহিলার চুল এমনই ছবি ভাইরাল হতে তোলপাড় বামুনগাছি এলাকায় । উত্তর ২৪ পরগনা জেলার  দত্তপুকুর থানা বামুনগাছি রেল কোয়ার্টারে এলাকার ঘটনা। স্থানীয় মানুষদের সাথে কথা বলে জানা গিয়েছে রেল কোয়ার্টার এলাকার এক যুবক মরহাটি শংকর গাছি এলাকার এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক দীর্ঘদিন ধরে ছিল ।

 

সেই যুবকের পরিবারের লোকেরা আজ ওই যুবক ও মহিলা কে হাতেনাতে ধরে ফেলে । এরপরে ওই মহিলা ও যুবককে নিয়ে আসা হয় বামুনগাছি রেল কোয়ার্টারে এলাকায় । এরপরে বেশ কয়েকজন মিলে ওই মহিলাকে মারধর করে এবং ওই যুবককে মারধর করে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে । মারধরের পাশাপাশি ওই মহিলার চুল কেটে নেওয়া হয় এমনই ছবি প্রকাশ্যে আসে ।

 

স্থানীয় সূত্রে আরো জানা গিয়েছে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা ধরে এই মহিলার উপর অত্যাচার চালায় বেশ কয়েকজন মিলে এবং এর পরবর্তী সময়ে স্থানীয় এক যুবক দত্তপুকুর থানায় ফোন করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই যুবক ও মহিলাকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় । যে-যুবক পুলিশকে এই বিষয় জানিয়েছে গভীর রাতে তার বাড়িতেও চড়াও হয়েছে অভিযুক্তরা ।

 

আর ও পড়ুন  ধান‍্যকুড়িয়ার মুকুটে নয়া পালক, তিন স্থাপত্য পেল হেরিটেজের তকমা

 

প্রতিবাদী যুবকের অভিযোগ আজ বিকেলে ওই মহিলা ও পুরুষকে নিয়ে আসা হয় তারপর এই মহিলার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয় পাশাপাশি তার চুল কেটে নেওয়া হয় । এর পরেই ওই যুবক পুলিশকে খবর দেয় এবং তারপরেই তার বাড়িতে পুলিশকে খবর দেওয়ার জন্য চড়াও হয় অভিযুক্তরা। গোটা ঘটনা নিন্দনীয় বলে জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ।

 

তিনি বলেন এই ঘটনার সাথে যুক্ত সকলের উপযুক্ত শাস্তি হওয়ার প্রয়োজন । ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানা পুলিশ । ঘটনার সাথে যুক্ত সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশি নিষ্ক্রিয়তার জন্য এই মধ্যযুগীয় বর্বরতা ক্রমশ বাড়ছে বলে একাংশের মত। পুলিশ প্রশাসন যদি সক্রিয় না থাকে তাহলে কি করে সমাজ অপরাধ মুক্ত হবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top