মধ্যরাতে আগুন ভারতীয় ক্রিকেটার এস শ্রীসন্থের বাড়িতে। আগুনে প্রায় ভস্মিভূত হয়ে যায় পেসারের বাড়ির হল ঘর এবং শোয়ার ঘর। নিচের তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সদস্যরা।
শনিবার রাত ২টো নাগাদ কোচির ইড়াপল্লির আবাসনে শ্রীসন্তের অনুপস্থিতিতে বাড়িতে আগুন লাগে । বাড়ির একতলায় ছিলেন তাঁর স্ত্রী এবং সন্তানরা। তাঁদের সঙ্গে দু’জন পরিচারকও ছিলেন। তাঁরাই টের পান নিচের তলায় আগুন লেগেছে। হলঘরের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন তাঁরা। কিন্তু নিচের তলায় ক্রমেই আগুন ছড়িয়ে পড়ায় তাঁরা বেরিয়ে আসতে পারছিলেন না। শ্রীসন্থের বাড়িতে আগুন লেগেছে দেখতে পান প্রতিবেশীরাও। ছড়ায় চাঞ্চল্য। সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয় । খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ক্রিকেটারের বাড়িতে হাজির হয় দমকলবাহিনী। এরপর একতলার কাচের দরজা ভেঙে শ্রীসন্থের স্ত্রী-সন্তান এবং পরিচারকদের উদ্ধার করেন দমকলকর্মীরা। পরিবারের সকলেই সুস্থ আছেন বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল।
নির্বাসনের মেয়াদ কমেছে শ্রীসন্থের। ২০২০ সালের সেপ্টেম্বরের পর থেকেই ফের বাইশ গজে নামতে পারবেন ২০১১ বিশ্বজয়ী দলের সদস্য। স্বাভাবিকভাবেই এমন সিদ্ধান্ত নতুন করে আশার আলো দেখেছেন তিনি। তবে এদিন অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ আতঙ্কিত হয়ে পড়েন শ্রীসন্থ।