পশ্চিম মেদিনীপুর – পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়গপুর ২ নম্বর ব্লকের হরিণা এলাকায় রবিবার গভীর রাতে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ২২ বছর বয়সী যুবক অভিজিৎ মণ্ডল। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিজিৎ ওই দোকানে ঘুমোচ্ছিলেন, হঠাৎ আগুন লেগে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন বালতি দিয়ে, কিন্তু দোকানের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় কেউ প্রবেশ করতে পারেননি। খবর পেয়ে পুলিশ ও দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ভস্মীভূত দোকান থেকে অভিজিতের দেহ উদ্ধার করা হয়।
অভিজিৎ কালিয়াড়া ২ গ্রাম পঞ্চায়েতের হরিণা এলাকার বাসিন্দা। বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে নিজের ভূষিমাল দোকানটি পরিচালনা করতেন তিনি। দোকানে কয়েক বছর আগে চুরির ঘটনা ঘটায় রাতে সেখানে ঘুমানোই অভ্যস্ত হয়ে পড়েন। ফরেন্সিক টিম সোমবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করবে। ময়নাতদন্তের পর বিকেলে মৃতদেহ বাড়িতে আনা হবে।




















