নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ২৪ নভেম্বর, ভাতারের বলগোনা এলাকায় মাঝরাতে বেজে উঠল একটি ব্যঙ্কের সাইরেন।বিকট জোরে সাইরেন বাজা শুরু হলে স্থানীয়রা ভাবে ব্যাঙ্কে ডাকাতি পড়েছে। ভয়ে কেউ বের হননি। ভাতারের বলগোনায় স্টেট ব্যাঙ্কের শাখায় শনিবার গভীর রাত্রে ঘটনাটি ঘটে। পুলিশকে খবর দেওয়া হয়। দমকল বাহিনী ও যায়। তারা গিয়ে সাইরেনের কানেকশন কাটে। তারপর ব্যাঙ্কের ম্যানেজার কে খবর দেওয়া হয়। ভোর চারটে পর্যন্ত ওই ব্যাঙ্কের কাছে পুলিশ মোতায়েন রাখা হয়।
বলগোনা স্টেট ব্যাংকের ম্যানেজার রাজ কুমার পাল জানান গত শুক্রবার নতুন একটি মেশিন বসানো , যে কোনো টেকনিকেল গন্ডগোলের জন্যই এই ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে আমরা ওই সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি।
নিত্যানন্দ পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী জানান, গতকাল রাতে আমি ফোনের মাধ্যমে জানতে পারি। বিষয়টি সঙ্গে সঙ্গে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়। তবে যেটা জানা গেছে মেশিনের যান্ত্রিক ত্রুটির জন্য এই ঘটনা ঘটেছে