মনিপুরের টুপুলে ধ্বস নেমে মৃত বনগাঁর ব্যারাকপুরে সন্তু ব্যানার্জী, কান্নায় ভেঙে পড়ে পরিবার। মনিপুরের টুপুলে ধ্বস নেমে মৃত বনগাঁর ব্যারাকপুরে সন্তু ব্যানার্জী নাম ভারতীয় সেনার । পরিবার জানিয়েছে আর্মির ১১ জার্সি ১০৭ ব্যাটালিয়নের কর্মরত ছিল সে । ৬ মাস আগে মণিপুরের টু-পুলে তার পোস্টিং হয় । গত এপ্রিল মাসে সন্তু শেষবারের জন্য বাড়িতে এসেছিল । গত ১৫ বছর ধরে আর্মিতে কর্মরত ছিল সন্তু । তার স্ত্রী বলেন, গত বুধবার সন্তুর সঙ্গে শেষ কথা হয়েছিল ।
আজ সকালে তার স্ত্রীর কাছে ফোন আসে সন্তু আর নেই । সন্তুর মৃত্যু সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়েছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা । স্থানীয় বাসিন্দাদের দাবি সন্তু খুব ভাল ছিল। বাড়িতে এলে সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করত। ছোটবেলা থেকেই আর্মিতে কাজ করার ইচ্ছা ছিল সন্তুর।
আরও পড়ুন – গুলিতে খুন যুবক, তীব্র উত্তেজনা ভাটপাড়ার বাকরমহল্লায়
উল্লেখ্য, মনিপুরের টুপুলে ধ্বস নেমে মৃত বনগাঁর ব্যারাকপুরে সন্তু ব্যানার্জী নাম ভারতীয় সেনার । পরিবার জানিয়েছে আর্মির ১১ জার্সি ১০৭ ব্যাটালিয়নের কর্মরত ছিল সে । ৬ মাস আগে মণিপুরের টু-পুলে তার পোস্টিং হয় । গত এপ্রিল মাসে সন্তু শেষবারের জন্য বাড়িতে এসেছিল । গত ১৫ বছর ধরে আর্মিতে কর্মরত ছিল সন্তু । তার স্ত্রী বলেন, গত বুধবার সন্তুর সঙ্গে শেষ কথা হয়েছিল ।
আজ সকালে তার স্ত্রীর কাছে ফোন আসে সন্তু আর নেই । সন্তুর মৃত্যু সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়েছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা । স্থানীয় বাসিন্দাদের দাবি সন্তু খুব ভাল ছিল। বাড়িতে এলে সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করত। ছোটবেলা থেকেই আর্মিতে কাজ করার ইচ্ছা ছিল সন্তুর।