মনিপুরে ধসে মৃত্যু মহিউদ্দিন বাড়িতে সিপিএম নেত্রী মীনাক্ষী

মনিপুরে ধসে মৃত্যু মহিউদ্দিন বাড়িতে সিপিএম নেত্রী মীনাক্ষী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মনিপুরে ধসে মৃত্যু মহিউদ্দিন বাড়িতে সিপিএম নেত্রী মীনাক্ষী। মনিপুর ধসে মৃত্যু হয়েছে বসিরহাটের ঘোড়ারাস উত্তরপাড়ার বাসিন্দা সেনা জওয়ান বছর ৩২ এর শেখ মৃত সেনা কর্মী মহিউদ্দিন বাড়িতে সিপিএম নেতৃত্ব ডিওয়াইএফআই যে সম্পাদিকা মিনাক্ষী মুখার্জী সহ সিপিএম নেতৃত্ব তার বাড়িতে যায় এবং তার পাশে থাকার আশ্বাস দেয়। রবিবার তেসরা জুলাই মৃতদেহ বাড়িতে পৌঁছানোর পর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।।

 

১০৭ নম্বর ব্যাটেলিয়ান গোর্খা রেজিমেন্টের সদস্য মহিউদ্দিন ও তার ছোট ভাই মিয়াজুদ্দিন। ঈদের উৎসবের জন্য দুই ভাই ছুটির আবেদন করেছিল । ছোট ভাই ছুটি পেলেও বড় ভাই ছুটি পায়নি, আজ ৫ই জুলাই মঙ্গলবার আসার কথা ছিল। আজ যেখানে , শুধুই শোকাত্ম পরিবার সেখানে একদিকে যেমন সে শ্রদ্ধা জানাবে পরিবারের নিহত জওয়ানের স্ত্রী রিমানা ইয়াসমিন ছোট্ট পুত্র সন্তান পরিবারের সদস্য পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ।

আরও পড়ুন্ন – সিংহের আর্থিক দিক ভালো, ভ্রমণের সুযোগ মকরের

উল্লেখ্য, মনিপুরে ধসে মৃত্যু মহিউদ্দিন বাড়িতে সিপিএম নেত্রী মীনাক্ষী। মনিপুর ধসে মৃত্যু হয়েছে বসিরহাটের ঘোড়ারাস উত্তরপাড়ার বাসিন্দা সেনা জওয়ান বছর ৩২ এর শেখ মৃত সেনা কর্মী মহিউদ্দিন বাড়িতে সিপিএম নেতৃত্ব ডিওয়াইএফআই যে সম্পাদিকা মিনাক্ষী মুখার্জী সহ সিপিএম নেতৃত্ব তার বাড়িতে যায় এবং তার পাশে থাকার আশ্বাস দেয়। রবিবার তেসরা জুলাই মৃতদেহ বাড়িতে পৌঁছানোর পর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।।

 

১০৭ নম্বর ব্যাটেলিয়ান গোর্খা রেজিমেন্টের সদস্য মহিউদ্দিন ও তার ছোট ভাই মিয়াজুদ্দিন। ঈদের উৎসবের জন্য দুই ভাই ছুটির আবেদন করেছিল ।ছোট ভাই ছুটি পেলেও বড় ভাই ছুটি পায়নি, আজ ৫ই জুলাই মঙ্গলবার আসার কথা ছিল। আজ যেখানে , শুধুই শোকাত্ম পরিবার সেখানে একদিকে যেমন সে শ্রদ্ধা জানাবে পরিবারের নিহত জওয়ানের স্ত্রী রিমানা ইয়াসমিন ছোট্ট পুত্র সন্তান পরিবারের সদস্য পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top