নিজস্ব সংবাদদাতা ১১অক্টোবর২০২০: টিটাগড়ের বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনের ঘটনায় সঠিক পথে তদন্ত করছে না সিআইডি।

এই অভিযোগ তুলে রাজ্যপাল জগদীপ ধনখড়ের দ্বারস্থ হলেন বিজেপির এক প্রতিনিধি দল। রবিবার রাজ্যপালকে মনীশ শুক্লা খুনের ঘটনায় সিআইডি তদন্তের প্রতি আস্থা হারিয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন ওই প্রতিনিধি দলের সদস্যরা। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ের নেতৃত্বে এদিন রাজভবনে যান রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, রাজ্য সম্পাদক সব্যসাচী দত্ত। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর এ প্রসঙ্গে মুকুল রায় বলেন, “বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় যে পথে সিআইডি তদন্ত করছে তা নিয়ে আমাদের মধ্যে কোনও আস্থা নেই। আমরা জানি রাজ্যপাল সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারেন না কিন্তু রাজ্যপাল যাতে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে এই তদন্ত সঠিক পথে যায়, আমরা সেই আর্জি জানিয়েছে।