‘মনুষ্যত্বের খুন, আমাদের মাসুল দিতে হবে’! হামলা থেকে এক পরিবারকে বাঁচালো কাশ্মীরি গাড়িচালক!

‘মনুষ্যত্বের খুন, আমাদের মাসুল দিতে হবে’! হামলা থেকে এক পরিবারকে বাঁচালো কাশ্মীরি গাড়িচালক!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


ভাইরাল – পহেলগাঁওয়ে যখন জঙ্গিরা নিরীহ পর্যটকদের উপর গুলিবর্ষণ করার পর আতঙ্কের আবহ তৈরি হয়েছে, তখনই মহারাষ্ট্রের এক পরিবারকে রক্ষা করেছিলেন তিনি। ওই পরিবারকে সাবধানে নিয়ে এসে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। ব্যবস্থা করেছিলেন খাবারের। একই সঙ্গে আশ্বাস দিয়েছিলেন নিরাপত্তার। ওই কাশ্মীরি গাড়িচালকের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে হইচই পড়ে গিয়েছে। সেই ভিডিয়ো ভাইরালও হয়েছে।সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাশ্মীরের ওই গাড়িচালকের নাম আদিল। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পহেলগাঁওয়ে ঘুরতে যাওয়া এক মরাঠি পরিবারকে বাড়িতে নিয়ে গিয়েছেন ওই গাড়িচালক। ভিডিয়োয় মহারাষ্ট্রের ওই পরিবারের এক মহিলাকে বলতে শোনা গিয়েছে, ‘‘ইনি আদিল ভাই। গাড়িচালক এই ভাই পর্যটকদের তাঁর নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন এবং তাঁদের নিরাপদে রেখেছিলেন। আমাদের খাবার খাওয়ানোর পাশাপাশি নিরাপদে থাকার ব্যবস্থা করেছিলেন। সকাল থেকে তিনি তাঁদের আশ্বাস দিচ্ছেন এবং আতঙ্কিত না হওয়ার জন্য মনোবল জোগাচ্ছেন।’’ ভিডিয়োয় বাকিদেরও আদিলের প্রশংসা করতে দেখা গিয়েছে। এর পর আদিল বলেন, ‘‘অন্য কারও ভুলের মাসুল সবাইকে ভোগ করতে হবে। এখন যেটা হল তার ফল পুরো কাশ্মীরের অর্থনীতিতে পড়বে। রাস্তার ছোট ব্যবসায়ী থেকে বড় বড় হোটেলমালিকদের উপর প্রভাব পড়বে। আমরা সন্ত্রাসকে সমর্থন করি না। এই ঘটনা মনুষ্যত্বের খুন।’’ ভিডিয়োয় আদিলকে আরও বলতে শোনা গিয়েছে যে, ‘‘ওখানে শিশুরাও ছিল। সকলে পরিবার নিয়ে ঘুরতে এসেছিলেন। ওঁরা ভাবতেও পারেননি যে এ রকম কিছু হবে। পুরো কাশ্মীরের বদনাম হল। আমাদের কাজে এর প্রভাব পড়বে। আমাদের ব্যবসার ক্ষতি হবে।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সাবা খান’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখার পর নেটাগরিকেরা ওই গাড়িচালকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন। পাশাপাশি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হয়ে নিহতদের জন্য শোকপ্রকাশ করতেও দেখা গিয়েছে অনেককে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top