‘মনের মানুষ’ বুম্বাদার জন্মদিনের সেরা উপহার শেয়ার করলেন নিজেই…

‘মনের মানুষ’ বুম্বাদার জন্মদিনের সেরা উপহার শেয়ার করলেন নিজেই…

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এক সময়ে বাংলা ইন্ডাস্ট্রি যখন মানুষ ভুলতেই বসে ছিল তখন আবারো তাকে জাগিয়ে তুলেছেন যে অভিনেতা তিনি হলেন সকলের প্রিয় বুম্বা দা, ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আজ ৩০ শে সেপ্টেম্বর সেই ‘মনের মানুষ’ বুম্বা দার জম্মদিন। ছোটোবেলায় বাবা বিশ্বজিতের হাত ধরে টলি দুনিয়ায় পা রাখা। তারপর একের পর এক সিনেমায় বাংলার দর্শকের মন কেড়ে নেওয়া। কখনো আবার বাংলা ছেড়ে মুম্বাই পারি দেওয়া। বাইশে শ্রাবনের মধ্যে দিয়ে একদম অন্য ধারার সিনেমায় দর্শকের মন জয়। জন্মদিনের শুভেচ্ছা সকলের কাছ থেকে পেলেও তাঁর প্রিয় উপহারটা সম্ভবত জন্মদিনের কিছুদিন আগেই পেয়েছেন তিনি৷ এক ছোট্ট শিশু তার প্রিয় বুম্বা আঙ্কলের ছবিতে চুমু খেয়ে আদর করছে৷ প্রসেনজিতকে খুবই ভালবাসে এই শিশু এবং এই খুদে ভক্তের এভাবে ছবির বুম্বা আঙ্কলকে আদর করা নিয়ে আপ্লুত অভিনেতা৷

এই ভিডিওটি তিনি শেয়ার করে লিখেছেন যে, এটা আমার অন্যতম সেরা উপহার ও আর্শীবাদ৷ সাইন টিভির পক্ষ থেকে বুম্বাদার জন্মদিনের শুভেচ্ছা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top