উত্তর 24 পরগণা – বসিরহাট পুলিশ বড়সড় জালনোট চক্রের পর্দাফাঁস করল। কলকাতার একাধিক বড় ব্যবসায়ীকে নিশানা করেই এই প্রতারণা চালাচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র। পুলিশের হাতে ধরা পড়েছে এই চক্রের তিন সদস্য—সিরাজ উদ্দিন মোল্লা, দেবব্রত চক্রবর্তী ও তিস্তা সেন।
শুক্রবার সন্দেশখালির একটি গেস্ট হাউস থেকে সিরাজ ও দেবব্রতকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭ কোটি টাকার সমপরিমাণ জাল ৫০০ টাকার নোট। নোটগুলোর গঠন ও চেহারা আসল নোটের মতো হলেও তাতে ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’র বদলে লেখা ছিল ‘মনোরঞ্জন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’।
জালনোটের কারবার ছাড়াও এই চক্র নগদ টাকা ধার দেওয়ার ছদ্মবেশে ব্যবসায়ীদের কাছ থেকে আসল নোটের সঙ্গে জালনোট মিশিয়ে টাকা নিত বলেও অভিযোগ।
ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বীরভূমের রামপুরহাট থেকে তিস্তা সেন নামে এক মহিলাকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি এই চক্রের অন্যতম মস্তিষ্ক এবং পূর্বেও প্রতারণা ও জালিয়াতির ঘটনায় অভিযুক্ত ছিলেন। তিনি ঝাড়খণ্ডে পালানোর ছক কষছিলেন। আদালত তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে।
বসিরহাট পুলিশ এখন খতিয়ে দেখছে, এই চক্রের পেছনে আরও কারা রয়েছে এবং জালনোটগুলি ঠিক কোথায় ছাপা হত। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসার সম্ভাবনা।
