মন্তেশ্বরে আগ্নেয়াস্ত্র সহ এসটিএফ এর জালে ধৃত ২। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানা এলাকায় । শনিবার সাতসকালেই রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে ধরা পড়লো দুই দুষ্কৃতী । উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। ধৃতদের মধ্যে একজন মুর্শিদাবাদ এর বাসিন্দা , অপরজন পূর্ব বর্ধমানের। ধৃত দুই পাচারকারীকে নিয়ে যাওয়া হয় মন্তেশ্বর থানায় ।
সেখান থেকে পেশ করা হয় কালনা মহকুমা আদালতে । নিজেদের হেফাজতে নিয়ে অস্ত্র কারবারের হদিশ জানতে চাইছেন তদন্তকারীরা । জানা গেছে , মন্তেশ্বর এর কুসুমগ্ৰাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে দুজনকে গ্ৰেপ্তার করে স্পেশাল টাস্ক ফোর্স । একজনের নাম কুরবান আলি , অপরজন রাকেশ মোল্লা । এই চক্রের সাথে আর কারা যুক্ত , কেন ই বা অস্ত্র নিয়ে এসেছিল তারা , কোথায় নিয়ে যাচ্ছিলো সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন – বিয়ার নিয়ে বেচারা কাতার, মুসলিম রাষ্ট্রে খেলা আয়োজনে এবার ভাবতে হবে ফিফাকে
উল্লেখ্য, মন্তেশ্বরে আগ্নেয়াস্ত্র সহ এসটিএফ এর জালে ধৃত ২। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানা এলাকায় । শনিবার সাতসকালেই রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে ধরা পড়লো দুই দুষ্কৃতী । উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। ধৃতদের মধ্যে একজন মুর্শিদাবাদ এর বাসিন্দা , অপরজন পূর্ব বর্ধমানের। ধৃত দুই পাচারকারীকে নিয়ে যাওয়া হয় মন্তেশ্বর থানায় ।
সেখান থেকে পেশ করা হয় কালনা মহকুমা আদালতে । নিজেদের হেফাজতে নিয়ে অস্ত্র কারবারের হদিশ জানতে চাইছেন তদন্তকারীরা । জানা গেছে , মন্তেশ্বর এর কুসুমগ্ৰাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে দুজনকে গ্ৰেপ্তার করে স্পেশাল টাস্ক ফোর্স । একজনের নাম কুরবান আলি , অপরজন রাকেশ মোল্লা । এই চক্রের সাথে আর কারা যুক্ত , কেন ই বা অস্ত্র নিয়ে এসেছিল তারা , কোথায় নিয়ে যাচ্ছিলো সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।