সম্প্রসারিত হল উত্তরপ্রদেশ মন্ত্রিসভা, শপথ নিলেন ৭ জন মন্ত্রী। উত্তর প্রদেশের যোগী সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ রবিবার লখনউয়ের রাজ ভবনে হয়েছিল। আগামী বছর অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে অনুষ্ঠিত মন্ত্রিসভা সম্প্রসারণে সাতজন মুখ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সম্প্রতি কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া জিতিন প্রসাদ, বিজেপি নেতাদের নাম পল্টু রাম, সঙ্গীতা বিন্দ প্রমুখ। উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল সাতজন নেতাকে শপথবাক্য পাঠ করান।
সম্প্রসারিত হল উত্তরপ্রদেশ মন্ত্রিসভা। শপথ নিলেন ৭ জন মন্ত্রী। জানা যাচ্ছে, মন্ত্রিসভা সম্প্রসারণের আগেই শামলির চৌধুরী বীরেন্দ্র সিং গুর্জর, মুরাদাবাদের গোপাল অঞ্জন ভুরজি, শাহজাহানপুরের জিতিন প্রসাদ এবং গোরখপুরের সঞ্জয় নিষাদের নাম বিধান পরিষদের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
শপথবাক্য পাঠ করালেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল। ছত্রপাল গঙ্গোয়ারকেও মন্ত্রী করেছে উত্তরপ্রদেশ সরকার। এর আগে ২০০৭ ও ২০১৭ সালে দু’বার বিধায়ক হন তিনি। বলরামপুরের বিধায়ক পল্টু রামও এদিন মন্ত্রী পদে শপথ নেন। মন্ত্রী পদে শপথ নিয়েছেন সঙ্গীতা বলবন্ত বিন্দ।
আর ও পড়ুন বিস্ফোরক বাবুল সুপ্রিয়, বিজেপির বিরুদ্ধে কী বললেন তিনি ?
গাজিপুর সদর কেন্দ্রের বিধায়ক তিনি।পূর্বতন ইউপিএ সরকারের মন্ত্রী জিতিন প্রসাদকেও মন্ত্রী করল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার।গত জুন মাসেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেছেন জিতিন প্রসাদ। তবে জিতিন প্রসাদ বর্তমানে বিধায়ক নন। তাঁকে বিধান পরিষদে আনার জন্য নাম পাঠিয়েছে সরকার। বিধান পরিষদের সদস্য ধরমবীর প্রজাপতিকেও মন্ত্রী করেছে যোগী আদিত্যনাথের সরকার।
এর আগে রাজ্য বিজেপিতেও গুরুত্বপূর্ণ পদ সামলেছেন ধরমবীর প্রজাপতি।অন্যদিকে ওবরার বিধায়ক সঞ্জীব কুমার গোন্ডকেও মন্ত্রী করেছে উত্তরপ্রদেশ সরকার। মন্ত্রী করা হয়েছে দীনেশ খটিককেও। তিনি মেরঠের হস্তিনাপুরের বিধায়ক।
একই সঙ্গে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে সমাজবাদী পার্টির প্রতিক্রিয়াও সামনে এসেছে। এসপি মুখপাত্র অনুরাগ ভাদৌরিয়া বলেছেন, রাজ্যে বিজেপির মাঠ পিছলে গেছে, তাই জাত সমীকরণ সমাধানের জন্য মন্ত্রিসভা বাড়ানো হচ্ছে। একই সময়ে, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সভাপতি ওমপ্রকাশ রাজভার উত্তর প্রদেশে যোগী মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান।
উল্লেখ্য, উত্তর প্রদেশের যোগী সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ রবিবার লখনউয়ের রাজ ভবনে হয়েছিল। আগামী বছর অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে অনুষ্ঠিত মন্ত্রিসভা সম্প্রসারণে সাতজন মুখ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সম্প্রতি কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া জিতিন প্রসাদ, বিজেপি নেতাদের নাম পল্টু রাম, সঙ্গীতা বিন্দ প্রমুখ। উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল সাতজন নেতাকে শপথবাক্য পাঠ করান।