নিজস্ব সংবাদদাতা, কোলকাতা, ১৫ ডিসেম্বর, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সংবিধানবিরোধী মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী বিল কার্যকরী হবে না বলে জনমানসে যে অপপ্রচার মমতা চালাচ্ছেন তার বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ রাজ্য বিজেপির। সোমবারই রাজ্য সরকারের সংবিধানবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবার হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বিজেপি দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ জানান, ”যে বিল লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়ে যায়, সেই আইনের বিরোধিতা কিভাবে করতে পারেন মুখ্যমন্ত্রী! তবে কি ভারতবর্ষের বাইরে পশ্চিমবঙ্গ?”
একইসঙ্গে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ, সন্ত্রাসেরও কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ। রাজ্যকে কটাক্ষের সুরে তিনি বলেন, সারা রাজ্য তান্ডব চালিয়ে যাচ্ছে বাংলাদেশি মুসলিমরা। তারপরেও নিশ্চুপ কেন সরকার? ভাঙচুর, সন্ত্রাসের বিরুদ্ধে কেন অপরাধীদের এখনও চিহ্নিত করা হলো না, তার বিরুদ্ধেও সোচ্চার হন তিনি।