নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুর, ১১ই নভেম্বর : মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য গড়বেতায়। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার লোছনগড় গ্রামের কালী মন্দির ও রামকৃষ্ণ পল্লী সেবাশ্রমের দরজার তালা ভেঙ্গে লক্ষাধিক টাকার ঠাকুরের সোনা-রুপোর গহনা, এমনকি ঠাকুরের প্রণামী বাক্স পর্যন্ত নিয়ে চলে যায় দুস্কৃতিরা। এমনটাই স্থানীয়দের দাবি। চুরির ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়। অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে গড়বেতা থানার পুলিশ। সোমবার ভোরে মন্দিরের পুরোহিত মন্দিরে গিয়ে দেখেন, মন্দিরের লোহার দরজার তালা ভাঙ্গা, গহনা থেকে অন্যান্য সাজ সরঞ্জাম সবই গায়েব। মন্দিরের পাশেই রামকৃষ্ণ পল্লী সেবাশ্রমের প্রণামী বাক্সটিও নিয়ে পালিয়েছে দুস্কৃতিরা। উল্লেখ্য, বছরে একবারই বাতসরিক অনুষ্ঠানের সময় খোলা হয় এই প্রনামী বাক্স। দীর্ঘদিন তা না খোলায় বাক্সেও নগদ টাকার পরিমানও বেশিই ছিল। এই ঘটনায় দুস্কৃতিরা দ্রুত ধরা পড়ুক এবং উপযুক্ত শাস্তি হোক এমনটাই দাবি করেন মন্দিরের সেবায়েত তুষারকান্তী চক্রবর্তী।
মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য গড়বেতায়
মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য গড়বেতায়
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram