মমতার কনভয়ে জয়শ্রীরাম ধ্বনিতে আটক ৩, বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মমতার কনভয়ে জয়শ্রীরাম ধ্বনিতে আটক ৩, বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুর,৫ ই মে :মমতার কনভয়ে জয়শ্রীরাম ধ্বনিতে আটক ৩, বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও উত্তেজনা এলাকায় l মুখ্যমন্ত্রীর কনভয় পেরনোর সময় জয়শ্রীরাম ধ্বনি দেওয়ার ঘটনায় ইতিমধ্যে তিনজন বিজেপি নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। আর মুখ্যমন্ত্রীর কনভয় ঘাটালে প্রচার সেরে ফের চন্দ্রকোনা হয়ে রাধাবল্লভপুর দিয়ে মেদিনীপুর ফেরার পরই রাধাবল্লভপুর এলাকায় তৃনমুলের বুথ কার্য্যালয়ের পাশেই এক বিজেপি সমর্থকের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করে তৃনমুলের কর্মীরা এমনই অভিযোগ।

বিজেপির সক্রীয় কর্মী জয় পন্ডার বাড়িতে আক্রমণ করে ভেঙ্গে দেওয়া হয় মুল দরজার লোহার গেট। ভিতরে ঢুকেও তছনছ করা হয় বাড়ির জিনিসপত্র এমনই অভিযোগ। সেসময় বাড়িতে একাই ছিলেন ওই বিজেপি কর্মীর বয়স্ক মা সুষমা পন্ডা।তিনি বলেন তার ছেলে বিজেপি করে এবং আজ তাদের এলাকা দিয়ে মমতা ব্যানার্জীর গাড়ি যাওয়ার সময় জয়শ্রীরাম বলে কয়েকজন।

মমতা ব্যানার্জী গাড়ি থেকে নেমেও পড়েন সেসময় আর সে ঘটনার জেরে ছেলে বিজেপি করায় আক্রোশ বশত তার বাড়িতে হামলা করা হয় এবং তৃনমুল দলীয় কার্য্যালয়ের সামনে পুলিশ থাকা সত্বেও এঘটনা হয়েছে বলে সুষমাদেবী জানান। জয়শ্রীরাম ধ্বনি দেওয়ার ঘটনায় ওই এলাকায় রয়েছে উত্তেজনা। চন্দ্রকোনার বিধায়ক ছায়া দোলই বলেন ভাঙচুরের ঘটনাই তৃণমূল জড়িত নয়, এরকম কাজ নিজেরা করে তৃণমূলের নাম জড়াছে এবং এরকম নোংরা কাজ তৃণমূল করে না বলে জানান। এই ঘটনা রাজ্য রাজনীতিতে অন্য মাত্রা যোগ করল বলাই যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top