নিজস্ব সংবাদদাতা,পুরুলিয়া,৯ ই আগস্ট : মমতা বন্দ্যোপাধ্যায় কে দেশদ্রোহী আখ্যা দিলেন বিজেপি নেতা মুকুল রায়।পুরুলিয়ায় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।পুলওয়ামার ঘটনার রেশ টেনে তিনি কাশ্মীর প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেন।
তৃণমূলের বনগাঁ পুরসভা পুনর্দখল নিয়ে মুকুলের দাবি পুলিশ আর ভয় দেখিয়ে একাজ করেছে তৃণমূল।
দিদিকে বলো কর্মসূচি নিয়ে আজ ও তীর্যক মন্তব্য করেন মুকুল রায়।তিনি বলেন যাঁরা বলছেন মমতা নিজেকে সংশোধিত করছেন তারা ভুল বলছেন।মমতা আরো দুর্বিনীত হচ্ছেন।বিরোধীদের ওপর আরো অত্যাচার বেড়েছে।বিরোধীদের সার্কিট হাউস পর্যন্ত দেওয়া হচ্ছেনা। একুশের ভোটের আগে তৃণমূলে যে বড় ভাঙ্গন হচ্ছে,মুকুল এদিনও এই দাবি করেন।