মমতা সাক্ষাতে সাড়ে সাতশো কিলোমিটার পাড়ি। রাজ্যের মুখ্যমন্ত্রী জনমুখি প্রকল্পে অনুপ্রাণিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দর্ষণ ও ধন্যবাদ জানাতে সাড়ে সাতশো কিলোমিটার পায়ে হেঁটে পাড়ি এক তৃণমূল সমর্থকের। পেষায় মুদি ব্যবসায়ী জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের বানারহাট ব্লকের বিন্নাগুড়ি পঞ্চায়েতের বিন্নাগুড়ি অঞ্চলের বাসিন্দা শংকর ভট্টাচার্য।
বছর ৪৬ এর শংকর গত ১৫ জুন তার বাসস্থান থেকে যাত্রা শুরু করে ২৮ দিনের মাথায় বুধবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে এসে পৌছালেন। প্রতিদিন ২৫ থেকে ৩০ কিলোমিটার হেটে বৃহস্পতিবার অর্থাৎ ২৯ দিনের মাথায় তিনি কলকাতায় পৌছে গেলেন। সেখান থেকে সমস্ত নিরাপত্তা জনিত পদক্ষেপ সেরে অবশেষে কালিঘাটে পৌছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। সেই সঙ্গে তিনি ২১ জুলাই শহিদ সভায় উপস্থিত হয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানাগেছে। শংকর ভট্টাচার্য জানান, তিনি তৃণমূল কংগ্রেসের কোন দলীয় পদে নেই।
আরও পড়ুন – অভিষেক কে কাছে পেয়ে নিজের সমস্যার কথা জানালেন স্নেহাশীষ সাহা
এমনকি দলের কর্মীও তিনি নয়। শুধু তাই নয় তিনি ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচিত প্রতিনিধিও নন। তিনি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ অনুগামী এবং ভক্ত। ডুয়ার্সের সহ রাজ্যবাসীর কল্যাণে তিনি যে জনমুখী প্রকল্প করেছেন তার জন্যই তাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাতেই পায়ে হেঁটে মুখ্যমন্ত্রীর বাড়িয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তার দেখা হলে তিনি বলবেন ২৪ সালে তাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে পারেন তবে তিনি পায়ে হেঁটে দিল্লি পাড়ি দেবেন।। মমতা সাক্ষাতে