মমতা ৩৪ থেকে ২০ তে নেমেছে,এরপর ২১১ থেকে ৩০ সে নামবে,হুঁশিয়ারি মুকুলের

মমতা ৩৪ থেকে ২০ তে নেমেছে,এরপর ২১১ থেকে ৩০ সে নামবে,হুঁশিয়ারি মুকুলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,৯ই সেপ্টেম্বর :” যে মমতা ব্যানার্জী একসময় বলতেন যে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ যাবে না,সেই মমতা ব্যানার্জী এখন পুলিশের উপর নির্ভর করে বেঁচে আছেন।মমতা ব্যানার্জীর নামে এখনো বারাসাত কোর্টে ওয়ারেন্ট পেন্ডিং আছে।” বললেন মুকুল রায়।আজ বারাসাত এ বিশেষ আদালতে হাজিরা দিতে এসে একথা বললেন তিনি। বিশেষ আদালতের বিচারক অনুপস্থিত থাকার কারণে ষষ্ঠ অতিরিক্ত জেলা জজ মনোতোষ দত্তর এজলাস থেকে জামিন পেয়ে মুকুল আরো বলেন,মমতা ব্যানার্জী আগামীতে কোনো প্রকার নির্বাচন করবে না কারণ হার একমাত্র কারণ।এছাড়া আগামী নির্বাচনে 30 টি আসন পাবেন না তৃণমূল ,তাই মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন।হিঙ্গলগঞ্জের দেবদাস মন্ডলের নিখোঁজ প্রসঙ্গে মুকুলের যুক্তি, দেবদাস কে মমতার লোকেরা পুঁতে দিয়েছে।পুলিশ কে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ব্যাবহার করে মমতা ৩৪ থেকে ২০ তে নেমেছে,এরপর ২১১ থেকে ৩০ সে নামবে,হুঁশিয়ারি মুকুলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top