ময়নাগুড়িতে বিরল প্রজাতির ,পাখি উদ্ধার

ময়নাগুড়িতে বিরল প্রজাতির ,পাখি উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ময়নাগুড়িতে বিরল প্রজাতির ,পাখি উদ্ধার। এক বিরল প্রজাতির পাখি উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হল ময়নাগুড়ির দক্ষিণ মাধবডাঙ্গা এলাকায়। এদিন ওই এলাকার কিছু যুবক পাখিটিকে দেখতে পেয়ে আটক করে খবর দিয়েছে ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের। স্থানীয় বাসিন্দা মৃদুল কান্তি রায় বলেন, এরকম পাখি আমরা আগে দেখিনি। এলাকার বাসিন্দা নগেন রায়ের বাড়িতে পাখিটিকে রাখা হয়েছে। আমরা পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের খবর দিয়েছি। পরে ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা উপস্থিত হয়ে বিরল প্রজাতির পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসে। ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য নন্দু রায় বলেন ,

 

এই পাখিটি সচরাচর এই এলাকায় দেখা যায় না , এই পাখিটির নাম ব্ল্যাক আই বিচ , এই পাখিগুলো সাধারণত সাউথ এশিয়াতেই দেখা মেলে শীতের সময় এই পরিযায়ী পাখিগুলো এইসব এলাকায় দেখা গেলেও শীতে ,এই পরিযায়ী পাখিগুলো , এদিকে আসলেও গরমে এগুলো ফিরে যায় নিজের এলাকায়। অনেক সময় দেখা যায় অসুস্থতার কারণে বাট ডিম পাড়ার সময় হয়ে গেলে তারা ফিরে যেতে পারে না সেই সমস্ত পাখিগুলো গরমের সময় দেখা মেলে। যদিও উদ্ধার হওয়া পাখিটি অসুস্থ বলে জানান নন্দু বাবু এটা কি সুস্থ করে বনদপ্তর হাতে তুলে দেওয়া হবে। পরে এটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুন- অভিনব দৃশ্য, ক্লান্ত জল্পেশগামী পুর্ণ্যার্থীদের পায়ে ভলেনি স্পে থেকে শুরু করে ঠান্ডা পানীয় দিচ্ছে মুসলিম পরিবার

উল্লেখ্য, এক বিরল প্রজাতির পাখি উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হল ময়নাগুড়ির দক্ষিণ মাধবডাঙ্গা এলাকায়। এদিন ওই এলাকার কিছু যুবক পাখিটিকে দেখতে পেয়ে আটক করে খবর দিয়েছে ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের। স্থানীয় বাসিন্দা মৃদুল কান্তি রায় বলেন, এরকম পাখি আমরা আগে দেখিনি। এলাকার বাসিন্দা নগেন রায়ের বাড়িতে পাখিটিকে রাখা হয়েছে। আমরা পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের খবর দিয়েছি। পরে ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা উপস্থিত হয়ে বিরল প্রজাতির পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসে। ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য নন্দু রায় বলেন ,

 

এই পাখিটি সচরাচর এই এলাকায় দেখা যায় না , এই পাখিটির নাম ব্ল্যাক আই বিচ , এই পাখিগুলো সাধারণত সাউথ এশিয়াতেই দেখা মেলে শীতের সময় এই পরিযায়ী পাখিগুলো এইসব এলাকায় দেখা গেলেও শীতে ,এই পরিযায়ী পাখিগুলো , এদিকে আসলেও গরমে এগুলো ফিরে যায় নিজের এলাকায়। অনেক সময় দেখা যায় অসুস্থতার কারণে বাট ডিম পাড়ার সময় হয়ে গেলে তারা ফিরে যেতে পারে না সেই সমস্ত পাখিগুলো গরমের সময় দেখা মেলে। যদিও উদ্ধার হওয়া পাখিটি অসুস্থ বলে জানান নন্দু বাবু এটা কি সুস্থ করে বনদপ্তর হাতে তুলে দেওয়া হবে। পরে এটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top