ময়নাগুড়িতে ১৪০জন তৃনমূলকর্মী পদত্যাগ করল। আসন্ন পঞ্চায়েত ভোটের আগে ময়নাগুড়িতে তৃনমূল কংগ্রেস থেকে ইস্তফা দিল ১৪০জন কর্মী সমর্থকেরা। শনিবার প্রেস বিবৃতিতে তারা একথা জানান। জেলা সেক্রেটারি সম্রাট মন্ডল জানান ,২০১৯সালের পর থেকে যাদের দলে দেখা যায়নি আজ তাদের ওপরেই দলের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।তাই এই সিধান্ত।
তৃনমূল কংগ্রেসের ভরাডুবি সময়ে দলের পাশে থেকে কাজ করেছি দলের তরফে মাধবডাঙ্গা ২নম্বর অঞ্চল যুব সহ সভাপতি পদের দায়িত্ব দেওয়া হয়,সেই দায়িত্ব পালনও করে আসছিলাম। তিনি আরও বলেন, ২রা ডিসেম্বর আমাকে যুব সহ সভাপতির পদ সড়িয়ে ব্লকের জেনারেল সেক্রেটারি পদে নিযুক্ত করা হয়েছে।বিনা নোটিশে পদ থেকে সরিয়ে দেওয়ায় পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত।
আরও পড়ুন – নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে সুখবর
উল্লেখ্য, ময়নাগুড়িতে ১৪০জন তৃনমূলকর্মী পদত্যাগ করল। আসন্ন পঞ্চায়েত ভোটের আগে ময়নাগুড়িতে তৃনমূল কংগ্রেস থেকে ইস্তফা দিল ১৪০জন কর্মী সমর্থকেরা। শনিবার প্রেস বিবৃতিতে তারা একথা জানান। জেলা সেক্রেটারি সম্রাট মন্ডল জানান ,২০১৯সালের পর থেকে যাদের দলে দেখা যায়নি আজ তাদের ওপরেই দলের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
তাই এই সিধান্ত। তৃনমূল কংগ্রেসের ভরাডুবি সময়ে দলের পাশে থেকে কাজ করেছি দলের তরফে মাধবডাঙ্গা ২নম্বর অঞ্চল যুব সহ সভাপতি পদের দায়িত্ব দেওয়া হয়,সেই দায়িত্ব পালনও করে আসছিলাম। তিনি আরও বলেন, ২রা ডিসেম্বর আমাকে যুব সহ সভাপতির পদ সড়িয়ে ব্লকের জেনারেল সেক্রেটারি পদে নিযুক্ত করা হয়েছে।বিনা নোটিশে পদ থেকে সরিয়ে দেওয়ায় পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত।
উল্লেখ্য, ময়নাগুড়িতে ১৪০জন তৃনমূলকর্মী পদত্যাগ করল। আসন্ন পঞ্চায়েত ভোটের আগে ময়নাগুড়িতে তৃনমূল কংগ্রেস থেকে ইস্তফা দিল ১৪০জন কর্মী সমর্থকেরা। শনিবার প্রেস বিবৃতিতে তারা একথা জানান। জেলা সেক্রেটারি সম্রাট মন্ডল জানান ,২০১৯সালের পর থেকে যাদের দলে দেখা যায়নি আজ তাদের ওপরেই দলের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।