ময়নাগুড়ি ডিপোে ঘুরে গেলেন পার্থ প্রতিম রায়। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা ময়নাগুড়ি থাকা চ্যাংড়াবান্ধা থেকে মেখলিগঞ্জ হয়ে ধাপরা গামী বাস চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ময়নাগুড়ি ডিপো। শনিবার ময়নাগুড়ি তে এসে এ কথা বললেন এন বি এস টি চেয়ারম্যান পার্থ প্রতীম রায়।শনিবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ময়নাগুড়ি ডিপোতে আকস্মিক পরিদর্শনে আসেন এন বি এস টিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।
এদিন তিনি হঠাৎ পরিদর্শনে এসে ডিপোর কর্মীদের সাথে কথা বলেন। ডিপোতে কি কি সমস্যা রয়েছে তা তিনি খতিয়ে দেখেন। তিনি জানান চ্যাংড়াবান্ধা মেখলিগঞ্জ হয়ে ধাপরার বাস পুজোর আগে চালু হতে চলেছে। অপরদিকে দুর্গা পূজার সময় কলকাতা গামী বাস কিছুদিনের জন্য চালানো হবে। পরবর্তীতে তিনি ময়নাগুড়ির ডিপোতে গত মাসে কত কালেকশন হয়েছিল কত টাকা তেল লেগেছে, কর্মীদের বেতন বাবদ কত টাকা খরচা হয়েছে তা খতিয়ে দেখেন ও হিসেব নিয়ে যান।
এদিন ডিপর কমিরা তাকে জানান যেখান থেকে তেল নিয়ে আসা হচ্ছে সেখান থেকে তাদের গাড়ির ক্ষেত্রে কোন ছাড় পাওয়া যাচ্ছে না। সেই ব্যাপারটি ও দেখে নেওয়ার আশ্বাস দিয়েছেন পার্থ প্রতিম রায়।
পার্থপ্রতিম রায়, এদিন ডিপর বিভিন্ন জঞ্জাল অপসারণ করার নির্দেশ দিয়েছেন কর্মীদের কাছে। সেই সাথে কিভাবে কর্মী বৃদ্ধি করা হয় সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন – পূজার দিনগুলিতে গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় বাজবে না ডি.জে
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা ময়নাগুড়ি থাকা চ্যাংড়াবান্ধা থেকে মেখলিগঞ্জ হয়ে ধাপরা গামী বাস চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ময়নাগুড়ি ডিপো। শনিবার ময়নাগুড়ি তে এসে এ কথা বললেন এন বি এস টি চেয়ারম্যান পার্থ প্রতীম রায়। শনিবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ময়নাগুড়ি ডিপোতে আকস্মিক পরিদর্শনে আসেন এন বি এস টিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এদিন তিনি হঠাৎ পরিদর্শনে এসে ডিপোর কর্মীদের সাথে কথা বলেন। ডিপোতে কি কি সমস্যা রয়েছে তা তিনি খতিয়ে দেখেন। তিনি জানান চ্যাংড়াবান্ধা মেখলিগঞ্জ হয়ে ধাপরার বাস পুজোর আগে চালু হতে চলেছে। অপরদিকে দুর্গা পূজার সময় কলকাতা গামী বাস কিছুদিনের জন্য চালানো হবে।