পূর্ব মেদিনীপুর- দুই বছর আগে পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা গ্রামে বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার রহস্যজনক মৃত্যুর ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত হিসেবে তৃণমূলের অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরাকে গ্রেপ্তার করল জাতীয় তদন্ত সংস্থা (NIA)।
২০২৩ সালের মে মাসে বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে মারধরের জেরে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে, যা রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছিল। ঘটনার পর বিজেপি পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্তের দাবি জানানো হলে, কলকাতা হাই কোর্ট এনআইএ-র হাতে তদন্তভার তুলে দেয়।
এই মামলায় মোট ৩৫ জন শাসকদল তৃণমূলের নেতা-কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। ইতিমধ্যে ৯ জনকে গ্রেপ্তারও করা হয়। মনোরঞ্জন হাজরার বিরুদ্ধে আগেই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, কিন্তু নির্ধারিত দিনে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়।
একপর্যায়ে এনআইএ তাঁর বড় ছেলেকে জেরা করে, যদিও তার নাম মামলায় ছিল না। পরিবার থেকে অভিযোগ ওঠে, ছেলেটিকে শারীরিকভাবে নির্যাতনও করা হয়েছে। শুক্রবার রাতে অবশেষে মনোরঞ্জন হাজরাকে এনআইএ গ্রেপ্তার করে। যদিও দলীয় সূত্রে দাবি, তিনি আত্মসমর্পণ করেছেন হুলিয়ার চাপ ও সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার ভয়ে।
এই মামলায় এখনও বেশ কিছু অভিযুক্ত পলাতক, এবং এনআইএ ইতিমধ্যেই কিছুজনের বাড়ি সিল করেছে। মনোরঞ্জনের গ্রেপ্তারিকে এনআইএ-র পক্ষ থেকে মামলার অগ্রগতিতে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এখন অপেক্ষা, তদন্তে আরও কী তথ্য সামনে আসে ও ন্যায়বিচারের পথে কতটা অগ্রসর হওয়া যায়।
